/indian-express-bangla/media/media_files/2025/09/20/asia-cup-2025-super-4-captains-2025-09-20-10-44-45.jpg)
শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব
/indian-express-bangla/media/media_files/2025/09/20/asia-cup-2025-3-2025-09-20-10-44-45.jpg)
শুরু হচ্ছে সুপার ৪ রাউন্ড
ক্রমশ গোধূলিলগ্নে এগোচ্ছে ২০২৫ এশিয়া কাপ। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবার শুরু হতে চলেছে সুপার ফোর রাউন্ড। এই রাউন্ডের জন্য ভারত-পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/asia-cup-2025-2-2025-09-20-10-44-45.jpg)
কোন দলের অধিনায়ক কে?
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস, শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা এবং পাকিস্তান দলের নেতৃত্ব রয়েছে সলমান আলি আগার হাতে। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং অনুসারে, এই চারজন অধিনায়কের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন সূর্য। অন্যদিকে, সকলের পিছনে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/suryakumar-yadav-6-2025-09-20-10-44-45.jpg)
সূর্যকুমার যাদব
২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব রয়েছে সূর্যকুমার যাদবের হাতে। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় সূর্য আপাতত সপ্তম স্থানে দাঁড়িয়ে রয়েছে। ঝুলিতে রয়েছে ৭৪৭ রেটিং পয়েন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/suryakumar-yadav-5-2025-09-20-10-44-45.jpg)
বদলে দিতে পারেন ম্য়াচের রং
সূর্যের বিস্ফোরক ব্য়াটিং নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কয়েকটা বলেই তিনি গোটা ম্য়াচের রং বদলে দিতে পারেন। বিশ্বের তাবড় তাবড় বোলারদের সামনে ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রয়েছে সূর্যের। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ৮৫ টি-২০ ম্য়াচ খেলেছেন। করেছেন ২,৬৫২ রান। এরমধ্যে তিনি ব্য়াট হাতে চারটে শতরান এবং ২১ হাফসেঞ্চুরি করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/litton-das-1-2025-09-20-10-44-45.jpg)
লিটন দাস
২০২৫ টি-২০ এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব লিটন কুমার দাসের হাতে রয়েছে। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে তিনি ৪২ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫১ রেটিং পয়েন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/litton-das-2025-09-20-10-44-45.jpg)
দুরন্ত ফর্মে রয়েছেন লিটন
গত কয়েকমাস ধরেই লিটন যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন। সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে যথেষ্ট রানও করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে লিটন ১১৩ টি-২০ ম্য়াচ খেলেছেন। করেছেন ২,৫৩৩ রান। এরমধ্যে তাঁর ব্যাট থেকে ১৫ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/charith-asalanka-2025-09-20-10-44-45.jpg)
চরিথ আশালঙ্কা
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চরিথ আশালঙ্কার কথায় এবার আসা যাক। আইসিসি টি-২০ ক্রমতালিকায় ৫৪ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর কাছে রয়েছে ৫১৫ রেটিং পয়েন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/charith-asalanka-1-2025-09-20-10-44-45.jpg)
রয়েছে যথেষ্ট অনুভব
আশালঙ্কার কাছে যথেষ্ট অনুভব রয়েছে। এখনও পর্যন্ত তিনি ৬৭ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে মোট ১,৩১১ রান। এরমধ্যে ৬ হাফসেঞ্চুরি রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/salman-ali-agha-2025-09-20-10-44-45.jpg)
সলমান আলি আগা
২০২৫ টি-২০ এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগার কথা যত কম বলা যায়, ততই ভাল। আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় সলমান আপাতত ৬৭ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। ঝুলিতে রয়েছে ৪৭৭ রেটিং পয়েন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/09/20/salman-ali-agha-1-2025-09-20-10-44-45.jpg)
সবার নীচে পাক অধিনায়ক
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত সলমান আলি আগাকে ব্যাটিং ছন্দে দেখতে পাওয়া যায়নি। বলা ভাল, একেবারেই জঘন্য পারফরম্য়ান্স করেছেন। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সলমান আলি আগা তিন ম্য়াচে ২৩ রান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us