/indian-express-bangla/media/media_files/2025/08/20/babar-hayat-3-2025-08-20-19-29-39.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/20/team-india-2025-08-20-19-29-40.jpg)
শুরুর কথা
Asia Cup 2025: ইতিমধ্যে আরও একবার এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই বছর মোট ৮ দল এশিয়া কাপের আসরে অংশগ্রহণ করবে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। সেকারণে এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/team-india-2-2025-08-20-19-29-40.jpg)
এখনও পর্যন্ত ২ শতরান
কিন্তু, আপনারা হয়ত একথা জেনে খানিকটা অবাকই হবেন যে টি-২০ এশিয়া কাপে এখনও পর্যন্ত মাত্র ২ ব্যাটারই শতরান হাঁকাতে পেরেছে। এবার কি তৃতীয় শতরানটা আসবে। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/team-india-1-2025-08-20-19-29-40.jpg)
তৃতীয়বার টি-২০ ফরম্য়াট
একটা ব্যাপার একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যে ফরম্য়াটে পরের বছর বিশ্বকাপ আয়োজন করা হয়, তার ঠিক আগের বছর এশিয়া কাপও সেই ফরম্য়াটেই আয়োজন করা হয়। এমনিতে এশিয়া কাপের ইতিহাস বেশ পুরনো। কিন্তু, টি-২০ ফরম্য়াটে এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট মাত্র ২ বার আয়োজন করা হয়েছে। অর্থাৎ, চলতি বছর তৃতীয়বার টি-২০ ফরম্য়াটে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/indian-cricket-team-2-2025-08-19-15-50-41.jpg)
কবে-কবে টি-২০ ফরম্য়াটে আয়োজিত হয়েছে এশিয়া কাপ?
প্রথমবার ২০১৬ সালে এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে আয়োজন করা হয়। এরপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের জন্য এশিয়া কাপ ২০ ওভারের ফরম্য়াটে আয়োজন করা হয়েছিল। এবার তৃতীয়বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/babar-hayat-1-2025-08-20-19-29-39.jpg)
প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কে?
বর্তমানে প্রতিদিন কোথাও না কোথাও টি-২০ ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ফরম্য়াটে হামেশাই শতরান দেখতে পাওয়া যায়। কিন্তু, টি-২০ এশিয়া কাপের কথা যদি বলতে হয়, তাহলে টি-২০ এশিয়া কাপে এখনও পর্যন্ত মাত্র ২ ব্যাটারই শতরান হাঁকাতে পেরেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/babar-hayat-2025-08-20-19-29-39.jpg)
বাবর হায়াত
এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন হংকংয়ের ব্যাটার বাবর হায়াত। ২০১৬ সালে যখন প্রথমবার টি-২০ ফরম্য়াটে এশিয়া কাপের আয়োজন করা হয়েছিল, এটা তখনকার ঘটনা। ওমানের বিরুদ্ধে বাবর মাত্র ৬০ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিল। ওই বছর আর কেউ শতরান করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/virat-2-2025-08-20-19-29-39.jpg)
বিরাট কোহলি
এই তালিকায় দ্বিতীয় নামটি হল বিরাট কোহলি। ২০২২ সালে যখন টি-২০ ফরম্য়াটে আবারও এশিয়া কাপ আয়োজন করা হয়, সেইসময় আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট ৬১ বলে অপরাজিত ১২২ রান করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/20/babar-hayat-2-2025-08-20-19-29-39.jpg)
একমাত্র শতরান
মজার ব্যাপার হল, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি একটাই মাত্র শতরান হাঁকিয়েছেন। আর সেটা এসেছে এই এশিয়া কাপ থেকেই। এই বছর আর কোনও ব্যাটার শতরান করতে পারেন কি না, এখন সেটাই দেখার। এই ব্যাপারে আপনাদের কী মনে হয়?