/indian-express-bangla/media/media_files/2025/08/26/rohit-sharma-asia-cup-2025-08-26-19-19-57.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/26/asia-cup-2025-2025-08-26-19-19-57.jpg)
শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ
Indian Cricket Team: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক, কোন কোন সক্রিয় ক্রিকেটার এই টুর্নামেন্টের খেতাব জয় করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/jasprit-bumrah-2025-08-26-19-19-58.jpg)
জসপ্রীত বুমরাহ
ভারতের এই ফাস্ট বোলার ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটে এশিয়া কাপের খেতাব জয় করেছেন। ২০১৬, ২০১৮ এবং ২০২৩ সালে এশিয়া কাপ জিতেছেন বুম-বুম বুমরাহ।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/kuldeep-yadav-2025-08-26-19-19-58.jpg)
কুলদীপ যাদব
টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি স্পিনার এখনও পর্যন্ত দু'বার এশিয়া কাপ জয় করেছে। প্রথমবার ২০১৮ সালে। দ্বিতীয় বার ২০২৩ সালে। এই দু'বছরই এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্য়াটে আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে ১০ ইনিংসে কুলদীপ মোট ১৯ উইকেট শিকার করেছেন। এরমধ্যে একবার ৫ উইকেট হল রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/hardik-pandya-2025-08-26-19-19-58.jpg)
হার্দিক পান্ডিয়া
ভারতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডার তিনবার এই টুর্নামেন্ট খেলেছেন। যদিও ২০১৬ এবং ২০২৩ সালে তিনি খেতাব জয় করেছেন। টি-২০ এশিয়া কাপে হার্দিক তৃতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন। আট ইনিংসে তিনি মোট ১১ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/shubman-gill-2025-08-26-19-19-58.jpg)
শুভমান গিল
ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটার ২০২৩ সালে এশিয়া কাপের স্কোয়াডে ছিল। টিম ইন্ডিয়ার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করেন। এই টুর্নামেন্টে ৬ ইনিংসে তিনি মোট ৩০২ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/kl-rahul-2025-08-26-19-19-58.jpg)
কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটকিপার ব্যাটার এখনও পর্যন্ত তিনবার এশিয়া কাপে অংশগ্রহণ করেছেন। এরমধ্য়ে ২০১৮ এবং ২০২৩ সালে তিনি ট্রফি জয় করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/26/suryakumar-yadav-2025-08-26-19-19-58.jpg)
সূর্যকুমার যাদব
ভারতীয় টি-২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব ২০২৩ সালে এশিয়া কাপ টুর্নামেন্ট খেলেছিলেন। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।