Advertisment

Team India squad for ICC Women's t20 World Cup: বিশ্বকাপের দল ঘোষণা করল জয় শাহের বোর্ড, শক্তিশালী স্কোয়াড গড়ে ঝড় তুলে দিল টিম ইন্ডিয়া

India's squad for ICC Women's T20 World Cup 2024 announced: সামনেই বিশ্বকাপের আসর। বিরাট শক্তিশালী ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। টিম ইন্ডিয়া দলে চমকের পর চমক

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
BCCI Team India squad for t20 Women's World Cup: মহিলাদের টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া (টুইটার)

BCCI Team India squad for ICC Women's t20 World Cup: আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য মঙ্গলবারই ১৫ সদস্যের টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। বাংলাদেশ থেকে এবার বিশ্বকাপ সরিয়ে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

Advertisment

টিম ইন্ডিয়ার নেতা বাছা হয়েছে হরমনপ্রীত কৌর এবং ডেপুটি হয়েছেন স্মৃতি মান্ধানা। উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে ইয়াস্তিকা ভাটিয়া এবং রিচা ঘোষ কে। ইয়াস্তিকাকে অবশ্য ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে।

এশিয়া কাপে মহিলাদের স্কোয়াড থেকে একটিই বদল ঘটিয়েছে টিম ইন্ডিয়া। ১৫ সদস্যের দলে উমা ছেত্রীকে বাইরে রেখে অন্তর্ভুক্ত করা হয়েছে ইয়াস্তিকাকে। ট্র্যাভেলিং রিজার্ভ স্কোয়াডে রয়েছেন উমা ছেত্রী। বাকি দুজন হিসাবে এই স্কোয়াডে থাকছেন তনুজা কানওয়ার এবং সায়মা ঠাকুর।

ভারতের ব্যাটিং অর্ডার আবর্তিত হবে শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দয়ালান হেমলথা। এছাড়াও থাকবেন সঞ্জনা সজীবন। স্পিন বিভাগে থাকবেন অলরাউন্ডার দীপ্তি শর্মা, বাঁ হাতি রাধা যাদব এবং লেগ স্পিনার আশা শোভানা। ৩৩ বছরের আশা শোভানা এবারই প্ৰথমবার বিশ্বকাপের মঞ্চে খেলবেন।

স্কোয়াডে রাখা হয়েছে আরসিবি অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিল। এশিয়া কাপে খেলতে গিয়ে আঙুলের চোটে পড়েছিলেন। এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি।

তিনজন সিমার হিসাবে থাকছেন রেণুকা ঠাকুর, পূজা বস্ত্রকার, অরুন্ধতি রেড্ডি। এশিয়া কাপের ফাইনালে ভারতের রেকর্ড সংখ্যক অষ্টমবারের মত জয় আটকে দিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কাও। গ্রুপ এ-তে ভারত-শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

৪ তারিখে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৬ তারিখে মার্কি যুদ্ধ ভারত বনাম পাকিস্তান। দুটো ম্যাচই খেলা হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

গত বছর টি২০ বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে সেমিতে অজিদের বিপক্ষে শোচনীয় হার হজম করে ভারত। ২০২০-তে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত রানার্স আপ হিসাবে ফিনিশ করে।

মহিলাদের টি২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা শর্মা, রেণুকা ঠাকুর, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, দয়ালান হেমলথা, রাধা যাদব, আশা শোভানা, সঞ্জনা সজীবন

Women Cricket T20 BCCI ICC Cricket World Cup Team India Indian Cricket Team ICC
Advertisment