/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-5-2025-10-17-18-30-01.jpg)
:ছবিটি প্রতীকী
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-2025-10-17-18-30-01.jpg)
সাফল্যের পালক
Abhijit Sutradhar: বাংলার ক্যারাটে মহলে আরও একটি সাফল্যের পালক যুক্ত হতে চলেছে। আগামী ১ থেকে ৩ নভেম্বর জাপানে ক্যারাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-1-2025-10-17-18-30-01.jpg)
অভিজিৎ সূত্রধর
এই চ্যাম্পিয়নশিপে কুচবিহারের বাসিন্দা অভিজিৎ সূত্রধর অংশগ্রহণ করতে চলেছেন। গোটা দেশ থেকে মোট ১৪ প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। সেই তালিকায় অভিজিৎও নিজের নাম লিখিয়েছেন। এই আনন্দে আপাতত ভাসছে গোটা কুচবিহার।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-2-2025-10-17-18-30-01.jpg)
দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন অভিজিৎ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একেবারে নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন অভিজিৎ। টিনের চাল বেয়ে নেমে এসেছে একফালি স্বপ্ন। আর সেই স্বপ্নকে হাতিয়ার করেই বিশ্বের দরবারে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন অভিজিৎ।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-3-2025-10-17-18-30-01.jpg)
কাতা এবং কুমি বিভাগে অংশগ্রহণ করবেন
জাপান সোতোকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজিৎ ৪৫ কেজি কাতা এবং কুমি বিভাগে অংশগ্রহণ করবেন। তাঁর সাফল্যের জন্যই অপেক্ষা করছে গোটা বাংলা।
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-4-2025-10-17-18-30-01.jpg)
অভিজিতের কথায়...
অভিজিৎ জানালেন, 'গত অগাস্ট মাসে কলকাতায় জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল। সেখানে কাতা এবং কুমি ইভেন্টে আমি ব্রোঞ্জ পদক জয় করেছিলাম। আর সেকারণেই আসন্ন প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছি।'
/indian-express-bangla/media/media_files/2025/10/17/karate-6-2025-10-17-18-34-06.jpg)
অভিজিৎকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলা
উল্লেখ্য, গোটা বিশ্বের প্রায় ২৫-৩০ দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এত বড় মঞ্চে বাংলার অভিজিৎ রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।