/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-9-2025-08-24-13-43-03.jpg)
অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-3-2025-08-24-13-43-03.jpg)
শুরুর কথা
Indian Cricket Team: বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ছিলেন চেতেশ্বর পূজারা, একথা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বিশ্বের কঠিনতম উইকেটে ভারতীয় ব্যাটাররা একে একে প্যাভিলিয়নে ফিরে যেতেন, ঠিক সেইসময় একটা দিক আগলে রাখতেন চেতেশ্বর পূজারা। শুধু আগলেই রাখতেন না, লড়াই করতেন বুক চিতিয়ে। সত্যি কথা বলতে কী, পূজারার সামনে আসতে বিশ্বের বাঘা-বাঘা বোলাররাও যথেষ্ট ভয় পেতেন। উইকেটে টিকে থাকলে টিম ইন্ডিয়াকে একাধিক কঠিন পরিস্থিতি থেকে রেহাই দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-8-2025-08-24-13-43-03.jpg)
পূজারার কেরিয়ারে সেরা ৩ টেস্ট ইনিংস
পূজারা শুধুমাত্র বিপক্ষ বোলারদের আত্মবিশ্বাসই ভাঙতেন না, ধীরে-ধীরে যাবতীয় আশায় জলও ঢেলে দিতেন। চেতেশ্বর উইকেটে থাকার অর্থই হল, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, টিম ইন্ডিয়া একটা আলাদা ভরসা পেত। এই ভরসার ভিত তো আর এমনি এমনি তৈরি হয়নি। ভারতীয় ক্রিকেট দলকে তিনি একাধিক দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। আজও ক্রিকেট সমর্থকদের হৃদয়ে সেইসব ইনিংস ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। আসুন, আজ এমনই ৩ ইনিংস নিয়ে আলোচনা করা যাক, যেখানে বিপক্ষ দল কার্যত নতিস্বীকার করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-2-2025-08-24-13-43-03.jpg)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দুর্ধর্ষ ইনিংস
২০১৮ সালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সিরিজের প্রথম ম্য়াচটা অ্যাডিলেডের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড ধামাকার জন্য একেবারে প্রস্তুত ছিল। এর শুরুটা চেতেশ্বর পূজারার দুর্দান্ত শতরানের হাত ধরেই হয়েছিল। প্রথম ইনিংসে তিনি ১২৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। আর সেই সুবাদে টিম ইন্ডিয়া ২৫০ রান খাড়া করতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-7-2025-08-24-13-43-03.jpg)
১৫ বছর পর অ্যাডিলেডে জয় ভারতের
এরপর দ্বিতীয় ইনিংসেও পূজারার ব্যাটিং ধামাকা অব্যাহত ছিল। তাঁর চওড়া ব্যাট থেকে ৭১ রান বেরিয়ে আসে। এই ম্যাচে তিনি মোট ১৯৪ রান করেছিলেন। ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার পর টিম ইন্ডিয়া অ্যাডিলেডে জয়লাভ করেছিল। আর এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে পূজারার হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও তুলে দেওয়া হয়।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-4-2025-08-24-13-43-03.jpg)
জোহানেসবার্গ টেস্টে খেলেছিলেন ১৫৩ রানের ইনিংস
দক্ষিণ আফ্রিকা সফরেও চেতেশ্বর পূজারা টিম ইন্ডিয়ার হয়ে একটি স্মরণীয় ইনিংস উপহার দিয়েছিলেন। ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দল যখন জোহানেসবার্গ টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল, সেইসময় বাউন্স উইকেটে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হয়। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-10-2025-08-24-13-43-03.jpg)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতিয়েছিলেন ভারতকে
এরপর ব্যাট করতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি তিনি প্রোটিয়া বোলারদের ক্লাস নিলেন। এই ম্য়াচে তিনি ১৫৩ রানের অপরাজিত একটি ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন। আর এই ব্যাটিংয়ের দৌলতেই টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৩০৭ রান করে। শেষপর্যন্ত ওই টেস্ট ম্য়াচে ভারত জয়লাভ করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-5-2025-08-24-13-43-03.jpg)
রাঁচিতে গড়েছিলেন অনন্য ইতিহাস
পূজারার ঐতিহাসিক ইনিংস নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে রাঁচিতে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কথা ভুললে চলবে না। এই ম্য়াচে তিনি অজি বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সেইসঙ্গে সিরিজ হার বাঁচিয়ে সম্মানরক্ষা করেছিলেন টিম ইন্ডিয়ার।
/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-6-2025-08-24-13-43-03.jpg)
টানা ১১ ঘণ্টা ব্যাটিং
আপনাদের অনেকেরই হয়ত মনে আছে, এই টেস্ট ম্য়াচে চেতেশ্বর পূজারা টানা ১১ ঘণ্টা ব্যাটিং করে ২০২ রানের একটি অমূল্য ইনিংস উপহার দিয়েছিলেন। টিম ইন্ডিয়া এই ম্য়াচটা হেরে গেলে সিরিজও তাদের হাতছাড়া হয়ে যেত। কিন্তু, পূজারার ম্য়ারাথন ব্যাটিং টিম ইন্ডিয়াকে ম্য়াচটা ড্র করতে সাহায্য করেছিল।