করোনাতঙ্কে দিল্লি-মুম্বই ছেড়ে কলকাতা হয়ে দেশের পথে দক্ষিণ আফ্রিকা দল, দেখুন ছবি

দিল্লি এবং মুম্বই হয়ে নিজেদের দেশে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের। তবে কলকাতায় এখনও করোনাভাইরাসের কোপ পড়ে নি, সেই যুক্তিতে ওই দুই শহর বাদ দিয়ে তিলোত্তমা হয়েই ফিরছেন তারকারা।

দিল্লি এবং মুম্বই হয়ে নিজেদের দেশে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকা দলের। তবে কলকাতায় এখনও করোনাভাইরাসের কোপ পড়ে নি, সেই যুক্তিতে ওই দুই শহর বাদ দিয়ে তিলোত্তমা হয়েই ফিরছেন তারকারা।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus south africa cricket team

কলকাতা বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক কুইন্টন ডি কক। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

cricket coronavirus