New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Indian-Cricket-Team.jpg)
বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল (টুইটার)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Team-India-11.jpg)
চলতি বছরের শেষের দিকেই ‘আইসিসি টি২০ বিশ্বকাপ’। এর আগে যেকোনও ধরনের ফর্ম্যাটে ভারত বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। সেই দলের সদস্যরা বর্তমানে কে কোথায়, দেখা যাক- /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Sachin-Tendulkar-2.jpg)
শচীন তেন্ডুলকর— ২০১১ সালের বিশ্বকাপ তাঁকেই উৎসর্গ করেছিল ভারতীয় টিম। এবং ২০১৩ সালে ‘মাস্টার ব্লাস্টার’ অবসর নেন ক্রিকেট থেকে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Virat-Kohli-7.jpg)
বিরাট কোহলি— মাত্র ২২ বছর বয়সেই বিশ্বকাপ হাতে ধরেছিলেন বিরাট। কিন্তু ৯ বছরে পালটে গিয়েছে অনেক কিছুই। বর্তমানে তিনিই ভারতীয় দলের ক্যাপ্টেন। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/MS-Dhoni-4.jpg)
মহেন্দ্র সিংহ ধোনি— ২০১১ সালে তিনি ছিলেন ক্যাপ্টেন, উইকেট কিপার-ব্যাটসম্যান। ২০১৭ সালে তিনি ওয়ানডে-র ক্যাপ্টেনের পদ থেকে অবসর নেন ঠিকই, কিন্তু খেলা থেকে নয়। ২০১৮ সালের আইপিএল-এ ‘চেন্নাই সুপার কিংস’ তৃতীয় বার কাপ জেতে ধোনির নেতৃত্বে। বিশ্বকাপের পর থেকেই তিনি জাতীয় দলের বাইরে। অবসরের গুঞ্জন উড়িয়ে নামছেন আইপিএলে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Virender-Sehwag.jpg)
বীরেন্দ্র শেওয়াগ— ২০১১ সালে তিনি ছিলেন সহ অধিনায়ক। ২০১৫ সালে মাঠ থেকে বিদায় নিলেও, তাঁকে এখন দেখা যায় ম্যাচ সম্পর্কে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতে। ধারাভাষ্য দেওয়ার কাজও করেন তিনি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Gautam-Gambhir.jpg)
গৌতম গম্ভীর— ২০১১ সালের বিশ্বকাপে তিনি ছিলেন সব থেকে ‘কনসিসটেন্ট প্লেয়ার’। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে ক্রিকেট ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Harbhajan-Singh.jpg)
হরভজন সিংহ— ২০১১ সালের বিশ্বকাপে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট-টেকার। বর্তমানে আন্তর্জাতিক বা ফার্স্ট-ক্লাস ক্রিকেট না খেললেও, আইপিএল-এ তিনি খুবই সক্রিয়। খেলেন সিএসকে-তে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Munaf-Patel.jpg)
মুনাফ পটেল— ২০১১ সালের বিশ্বকাপে খেলেছিলেন মুনাফ। পরবর্তী সময়ে সে ভাবে নাম করতে পারেননি ‘ভারুচ এক্সপ্রেস’ বলে পরিচিত এই বোলার। ২০১৭ সালের আইপিএল-এ তাঁকে শেষ বার খেলতে দেখা যায়। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Sreesanth.jpg)
শ্রীসন্থ— আশিস নেহরা আহত হয়ে যাওয়ায় তাঁকেই মাঠে নামানো হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে। কিন্তু ২০১৩ সালের আইপিএল-এ স্পট ফিক্সিং-এর জন্য তাঁকে ক্রিকেট থেকেই ব্যান করা হয়। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Suresh-Raina-2.jpg)
সুরেশ রায়না— ২০১১ সালের বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য না হলেও, জাতীয় দলে কয়েক বছর আগেও সুনামের সঙ্গে খেলেছেন। তবে, বিগত কয়েকবছর তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলে নিজেকে চেনাতে তিনি মরিয়া। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Yuvraj-Singh.jpg)
যুবরাজ সিংহ— ২০১১ সালের পুরো টুর্নামেন্টেই তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কিন্তু, বিশ্বজয়ের পরেই তাঁর ক্যানসার ধরা পড়ে। গত বছরেই ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাঞ্জাবতনয়। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Zaheer-Khan.jpg)
জাহির খান— ভারতীয় বোলিং-এ নতুন অধ্যায় যোগ করেছিলেন এই বোলার। কিন্তু, ২০১৫ সালেই তিনি অবসর নেন ক্রিকেট থেকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us