একাধিক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এক বিয়েতে সন্তুষ্ট থাকতে পারেননি, একাধিক কারণে। বিচ্ছেদের পর নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তারা। দেখে নিন তাঁদের- -
যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং দু-বার বিয়ে করেছিলেন। যুবরাজের মা শবনম যোগরাজের প্রথম পক্ষের স্ত্রী।
-
স্বাধীনচেতা শবনমের সঙ্গে সম্পর্কে বনিবনা হয়নি যোগরাজের। তাই তিনি পরে সতবীর কউরকে দ্বিতীয়বার বিয়ে করেন। শবনম ও যোগরাজের সম্পর্ক এখনও ঠিক হয়নি।
-
আক্রাম আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পাওয়ার আগে বিয়ে করে ফেলেছিলেন একজন মনোবিদকে। আক্রামের প্রথম পক্ষের স্ত্রীর নাম হুমা মুফতি। তবে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৯ সালে মারা যান।
-
আক্রাম দ্বিতীয়বার বিয়ে করেন সানিয়েরা থম্পসন নামের এক মহিলাকে।
-
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি ১৯৯৮ সালে বান্ধবী নোয়েলা লুইসকে বিয়ে করেন। নোয়েলা পেশায় একজন রিশেপসনিস্ট ছিলেন। বিয়ে বেশিদিন টেকেনি।
-
বিনোদ কাম্বলীর দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম আন্দ্রে হেওয়িট। গুছিয়ে বিনোদ কাম্বলি আপাতত আন্দ্রের সঙ্গে সংসার করছেন।
-
শোয়েব মালিক বর্তমানে সানিয়া মির্জার সঙ্গে সুখে সংসার করছেন। একটি পুত্রসন্তানও রয়েছে তারকা ক্রীড়াদম্পতির।
-
তবে শোয়েব তার আগেও বিয়ে করেছিলেন আয়েশা সিদ্দিকি নামের এক মহিলাকে। সানিয়াকে বিয়ে করার আগে আয়েশাকে ডিভোর্স দিয়ে আইনি জটিলতা থেকে মুক্ত হয়েছিলেন তিনি।
-
আজাহার অবশ্য একটা কিংবা দুটো নন, তিনটে বিয়ে করেছেন। প্রথমে নওরিন নামের একজনকে বিয়ে করেছিলেন তারকা ক্রিকেটার।
-
পরে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি ১৯৯৬ সালে। ২০১৪ সালে তৃতীয়বার আজাহারউদ্দিন বিয়ে করেন বিদেশি শ্যাননকে।
-
ইমরান খান আজাহারউদ্দিনের পথে হেঁটেই তিনবার বিয়ে করে ফেলেছেন। প্যারিসে থাকাকালীন জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন তিনি। ডিভোর্সের পরে বিবিসির মহিলা সাংবাদিক রেহাম খানের সঙ্গে বন্ধনে জড়িয়ে পড়েন।
-
তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। শেষ পর্যন্ত ধর্মগুরু বুশরা আহমেদের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়েতে আবদ্ধ হন তিনি।
-
দীনেশ কার্তিকের জীবন বেশ সমস্যাকীর্ণ। প্রথমে নিকিতাকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিবাহিত সম্পর্কে থাকাকালীনই দীনেশ কার্তিকের প্রথম পক্ষের স্ত্রী মুরলি বিজয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।
-
এরপরে নিকিতা-কার্তিকের বিচ্ছেদের পরে কেকেআরের ক্যাপ্টেন বিয়ে করেন স্কোয়্যাশ তারকা দীপিকা পাল্লিকলকে।
