/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-6-2025-08-19-18-07-46.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-1-2025-08-19-18-07-46.jpg)
শুরুর কথা
Chess: দিব্যা দেশমুখ। গত কয়েকদিনে এই নামটা হয়ত আপনারা সামান্য হলেও শুনেছেন। দেশজুড়ে ক্রিকেট এবং ফুটবলের আভিজাত্যে বাকি খেলাগুলোর অবস্থা কার্যত মৃতপ্রায়। তেমনই একটি খেলা হল দাবা।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-2025-08-19-18-07-46.jpg)
হারিয়েছেন কোনেরু হাম্পিকে
গত মাসে মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালে ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পিকে হারিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন দিব্যা। এরপর তিনি কিছুটা হলেও প্রচারের আলোয় উঠে আসেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-3-2025-08-19-18-07-46.jpg)
কে এই দিব্যা দেশমুখ?
২০০৫ সালের ৯ ডিসেম্বর নাগপুরে জন্মগ্রহণ করেন দিব্যা। মাত্র ৫ বছর বয়স থেকেই রাজা-মন্ত্র্রীর যুদ্ধ ভালবেসে ফেলেন তিনি। দিব্যার বাবা-মা দুজনেই পেশায় চিকিৎসক। বাবার নাম জীতেন্দ্র এবং মায়ের নাম নম্রতা। সাফল্যের সিঁড়ি
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-2-2025-08-19-18-07-46.jpg)
সাফল্যের সিঁড়ি
২০১২ সালে দিব্য়া অনূর্ধ্ব-৭ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জয় করেন। এরপর একে একে তিনি অনূর্ধ্ব-১০ (ডারবান, ২০১৪) এবং অনূর্ধ্ব-১২ (ব্রাজিল, ২০১৭) বিভাগে যুব বিশ্বকাপের খেতাব জয় করেন। এরপর ২০১৪ সালে ডারবানে আয়োজিত অনূর্ধ্ব-১০ বিশ্ব যুব খেতাব এবং ২০১৭ সালে ব্রাজিলে আয়োজিত অনূর্ধ্ব-১২ বিভাগেও খেতাব জয় করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-5-2025-08-19-18-07-46.jpg)
২০২৩ সালে অর্জন করেন আন্তর্জাতিক মাস্টারের খেতাব
২০২৩ সালে দিব্যা আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেন। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে বিশ্ব জুনিয়র গার্লস অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও সাফল্য অর্জন করেন তিনি। ১১-র মধ্যে ১০ পয়েন্ট সংগ্রহ করে তিনি শীর্ষস্থান দখল করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/19/divya-deshmukh-4-2025-08-19-18-07-46.jpg)
চেস অলিম্পিয়াডে সোনার পদক
এর পাশাপাশি ৪৫তম চেস অলিম্পিয়াডে ভারতের হয়ে তিনি সোনার পদক জয় করেছেন। দিব্যার ঝুলিতে রয়েছে আরও সাফল্য। এশিয়ান চ্যাম্পিয়ন হিসেবে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। বর্তমানে বিশ্ব দাবায় যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।