-
ক্রিকেটের ইতিহাসে ঢুকে গেল মোতেরা। শুধু ক্রিকেটীয় ক্ষেত্রেই নয়। মোতেরা বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠল সোমবার থেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই যে স্টেডিয়ামের উদ্বোধন।
-
গত বছরে হাউডি মোদী জনসংযোগ অনুষ্ঠান হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আতিথেয়তার পালটা সৌজন্য হিসেবেই এবার নমস্তে ট্রাম্প! তা-ও আবার ক্রিকেটের নতুন বৃহত্তম স্টেডিয়াম মোতেরায়।
-
আর মোদী-ট্রাম্পের বিশাল ইভেন্টে হাজির থাকলেন একের পর এক তাবড় তাবড় সেলেব। বোর্ড সভাপতি হিসেবে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সঙ্গী হিসেবে প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর, বোর্ড সচিব জয় শা-ও ছিলেন।
-
বোর্ড সভাপতি এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে মোতেরার ছবি পোস্ট করে লিখেছিলেন, “এই সুবিশাল ও সুন্দর স্টেডিয়াম দেখে খুব ভালো লাগছে, একজন খেলোয়াড় ও অধিনয়াক হিসেবে এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আগামী ২৪ তারিখ দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।”
-
গুজরাট ক্রিকেট সংস্থা ২০১৬ সালে মোতেরা স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন করে সংস্কারের কাজ শুরু করে। গতবছর জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
-
সবরমতী নদীর ধারে ৬৩ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই স্টেডিয়াম।
-
কিছুদিন আগেই বিসিসিআই ও আইসিসির টুইটার হ্যান্ডলে সুদৃশ্য মোতেরার ছবি শেয়ার করা হয়েছিল। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
-
নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড ট্যুরবোকে (এল অ্যান্ড টি) মোতেরা স্টেডিয়ামের টেন্ডার দেওয়া হয়েছিল।
-
আর্কিটেকচারাল ডিজাইন ফার্ম পপুলাস রয়েছে স্টেডিয়ামটির সাজসজ্জার দায়িত্বে। এদের হাতেই মেলবোর্ন সহ বিশ্বের তাবড় স্টেডিয়ামে প্রাণ প্রতিষ্টা হয়েছে অতীতে।
-
বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ ২৫ হাজার। পুরনো মোতেরায় স্টেডিয়ামের দর্শক আসন ছিল ৫৭ হাজার। নতুন স্টেডিয়ামে প্রায় দ্বিগুনেরও বেশি দর্শক খেলা দেখতে পারবেন।
-
এর আগে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম ছিল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। মেলবোর্নে একসঙ্গে ১ লাখের কিছু বেশি দর্শক খেলা দেখতে পারেন একসঙ্গে। সেই সংখ্যাকেও ছাপিয়ে যেতে চলেছে মোদীর রাজ্যের এই স্টেডিয়াম।
-
মোতেরা স্টেডিয়াম পুনর্নিমাণ করে ৭০০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে সর্দার প্যাটেল স্টেডিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত এই স্টেডিয়াম।
-
পুরো স্টেডিয়ামের তদারকি করেছেন বোর্ডের বর্তমান সচিব জয় শা।
-
জানা গিয়েছে, পুনর্নিমানের পরে ক্লাবহাউসও হতে চলেছে চোখধাঁধানো। কমপক্ষে ৫০টি রুম থাকছে ক্লাবহাউসে।
-
অলিম্পিক-ধাঁচের সুইমিং পুল, ৭৩টি কর্পোরেট বক্স, একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি, তিনটে অনুশীলন মাঠ- সবই থাকছে।
-
স্টেডিয়ামের পার্কিং লটের জন্যও রয়েছে আলাদা ভাবনা। ৩,০০০ গাড়ির সঙ্গেই রাখা যাবে ১০ হাজার দু’চাকা।
-
এই মোতেরা সাক্ষী থেকেছে একাধিক ইতিহাসের। ১৯৮৭ সালে এখানেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান সম্পূর্ণ করেন সুনীল গাভাসকার।
আর এর সাত বছর পরেই এখানেই দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব নিজের কেরিয়ারের একটা মাইলস্টোন স্পর্শ করেন। নিউজিল্যান্ডের তথা বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার রিচার্ড হ্য়াডলিকে টপকে ৪৩২টি টেস্ট উইকেট নেন হরিয়ানা হ্যারিকেন। -
বিশ্বের এই বৃহত্তম স্টেডিয়ামের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনা ছিল বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ খেলার।
-
সেই ম্যাচের দায়িত্ব চেয়ে আইসিসি-র কাছে আবেদন করেছিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের অনুরোধে সাড়া দিয়েছিল আইসিসি।
-
পাশাপাশি পরিকল্পনা ছিল ২৪ মার্চ আইপিএলের আগে অলস্টার ম্যাচও সূচনায় করা।
তবে সেই জোড়া ম্য়াচ নয়, মোতেরার উদ্বোধনে থাকল ডোনাল্ড ট্রাম্পের ছোঁয়া। -
কোনও সন্দেহ নেই মোতেরা বিশ্বের অনন্য স্টেডিয়াম হিসেবে আবির্ভূত হল নতুনভাবে
