New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/23/durand-final-2025-08-23-20-01-38.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/23/north-east-united-fc-2025-08-23-20-01-38.jpg)
1/5
শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ
Durand Cup 2025: শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ। ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) এবং ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour FC)।
/indian-express-bangla/media/media_files/2025/08/23/durand-cup-tdyh-2025-08-23-20-01-38.jpg)
2/5
জয় নর্থ-ইস্ট ইউনাইটেডের
ফাইনাল ম্য়াচে কার্যত উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে নর্থ-ইস্ট ইউনাইটেড ৬-১ গোলে জয়লাভ করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/23/durand-cup-myfu-2025-08-23-20-01-38.jpg)
3/5
সমাপনী অনুষ্ঠান
তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য পরিবেশন করা হয়।
Advertisment
/indian-express-bangla/media/media_files/2025/08/23/durand-cup-vrs-2025-08-23-20-01-38.jpg)
4/5
২৩ জুলাই থেকে শুরু হয়েছিল ডুরান্ড কাপ
প্রসঙ্গত, গত ২৩ জুলাই শুরু হয়েছিল ডুরান্ড কাপ প্রতিযোগিতা। মোট ২৪ দলের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/23/durand-cup-tdryjh-2025-08-23-20-01-38.jpg)
5/5
পরপর ২ বছর ডুরান্ড জয়
এই নিয়ে নর্থ-ইস্ট ইউনাইটেড পরপর ২ বছর ডুরান্ড কাপে জয়লাভ করল। গতবার তারা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাস্ত করেছিল। আর এবার ডায়মন্ড হারবার এফসি'কে।