
পায়ে পায়ে ১০০ বছর ইস্টবেঙ্গল ক্লাবের। শতবর্ষ উদযাপন করতে উত্তর কলকাতার কুমোরটুলি পার্কে সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান।

জ্বালানো হয় লাল-হলুদ শতবর্ষ স্মারক মশাল। সেখান থেকে সেই মশাল নিয়ে বিশাল সমর্থকের মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে যাওয়া হয় ময়দানের ক্লাব লনে।

১৯২০ সালের ১ অগাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ইস্টবেঙ্গল ক্লাব। ওই দিন শতবর্ষ অনুষ্ঠানের মূল উদযাপন করা হবে।

'ঘটি' দের উচিত শিক্ষা দিতেই মূলত ১৯২০ সালে খেলোয়াড় সুরেশ চৌধুরীর হাতে জন্ম নেয় ইস্টবেঙ্গল। যার লড়াই আজও অব্যাহত।


এদিন আট থেকে আশি, সমর্থকদের ভিড় মিছিলে।

লাল-হলুদ পতাকা নিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে এগিয়ে যায় মিছিল।

বার বেলায় কলকাতার রাস্তার রঙ আজ লাল হলুদ।



উল্লাসে মত্ত সমর্থকরা



রাজ্যের সমস্ত ফ্যান ক্লাব থেকে সমর্থকরা এসে পা মিলিয়েছেন মিছিলে।

মিছিলে ক্লাবের সব প্রজন্মের ফুটবলার, ক্রিকেটার ও অন্য খেলার ক্রীড়াবিদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।




সুরেশ চৌধুরীর বাড়ি শ্যাম পার্ক সংলগ্ন এলাকায়। তাই সেখান থেকেই শুরু হয় পদযাত্রা। সুরেশ চৌধুরীর বাড়ি শ্যাম পার্ক সংলগ্ন এলাকায়। তাই সেখান থেকেই শুরু হয় পদযাত্রা।

মিছিলে পা মিলিয়েছে সুকুমার সমাজপতি, চন্দন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলাররা।



বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ফ্যান ক্লাবের সদস্যরা রয়েছেন মিছিলে। ফুটবল দলের কোচ আলেসান্দ্রো মেনেন্দেসকে দেখা গেল এদিন।