/indian-express-bangla/media/media_files/2025/08/18/east-bengal-4-2025-08-18-10-42-10.jpg)
প্রথম গোলটি করছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস
/indian-express-bangla/media/media_files/2025/08/17/diamantakos-goal-2025-08-17-21-36-07.jpg)
ইস্টবেঙ্গলের জয়
শেষ হল ২০২৫ ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। এই ম্য়াচে দাপুটে পারফরম্য়ান্স করল ইস্টবেঙ্গল এফসি। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জোড়া গোলে জয়লাভ করল ইস্টবেঙ্গল। ম্য়াচের ফলাফল ২-১। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন অনিরুদ্ধ থাপা।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-6-2025-08-17-21-36-07.jpg)
টিফোর লড়াই
তবে এই ম্য়াচে যেমন মাঠের সবুজ গালিচায় লড়াই দেখতে পাওয়া গেল, ঠিক তেমনই দেখা গেল মাঠের বাইরের দ্বৈরথও। দুই দলের সমর্থক মাঠে এনেছিলেন একাধিক টিফো।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-4-2025-08-17-21-36-07.jpg)
প্রতিবাদের রণধ্বনি
এরমধ্যে বেশ কয়েকটি টিফো নজর কেড়েছে। তবে একটি টিফো কুড়িয়ে নিয়েছে যাবতীয় প্রশংসা। সেখানে লেখা ছিল, 'বাংলা ভাষা স্বাধীনতার শ্বাস, শহিদের ত্যাগের ধ্বনি। অস্বীকার করলে কাঁপবে দেশ, বাজবে প্রতিবাদের রণধ্বনি।'
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-5-2025-08-17-21-36-07.jpg)
বাংলা ভাষার প্রতিবাদ
গত কয়েকদিন ধরেই বাংলা ভাষা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে। অমিত মালব্যর একটি বিতর্কিত মন্তব্যের পর এই বিষয়টি শুরু হয়। তবে বাঙালিরা মুক্তমনে এই মন্তব্যের প্রতিবাদ করেন এবং বাংলা ভাষার পাশে দাঁড়ান।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-3-2025-08-17-21-36-07.jpg)
উত্তর আজও মোহনবাগান
তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকই নন, টিফোর লড়াইয়ে টেক্কা দিয়েছেন মোহনবাগান ফ্যানেরাও। কেউ লিখেছেন বাংলা সিনেমার জনপ্রিয় ডায়লগ, 'ও দাদা, পাস না অনার্স'। কেউ লিখেছেন, প্রশ্নের উত্তর আজও মোহনবাগান।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-7-2025-08-17-21-36-07.jpg)
রেফারি ম্যানেজ
কেউ আবার রেফারি ম্যানেজের প্রসঙ্গ টেনে এনেছেন। ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে জেতার পর দেবাশিস দত্তর একটি মন্তব্য সমর্থকদের টিফোয়ায় জায়গা করে নিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/17/kolkata-derby-2-2025-08-17-21-36-07.jpg)
উপভোগ্য ডার্বি
সব মিলিয়ে গোটা ডার্বি ম্য়াচ যে যথেষ্ট উপভোগ্য হয়েছে, তা বলা যেতেই পারে। ম্যাচে হার-জিত থাকতেই পারে। তবে সেটা ৯০ মিনিটের বাইরে একেবারেই কাম্য নয়।