New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/08/FfFeQkfwqCrHRQoOyUmH.jpg)
East Bengal-Raphael Messi Bouli: ইস্টবেঙ্গলের রাফায়েল মেসি বাউলি। (ছবি- সংগৃহীত)
East Bengal-Raphael Messi Bouli: ইস্টবেঙ্গলের রাফায়েল মেসি বাউলি। (ছবি- সংগৃহীত)
গত ৭ ডিসেম্বর অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ২-০ গোলে চেন্নাইয়িন এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল। সেই ম্যাচে বিদেশিরা কিছুই করতে পারেননি। কাজের কাজটা করেছিলেন ইস্টবেঙ্গলের ভারতীয়রাই। গত ডিসেম্বরের ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন বিষ্ণু ও জিকসন সিং। এই ম্যাচেও তাঁরা থাকছেন। তবে, লাল-হলুদ শিবিরে হইচই বেশি হচ্ছে মেসিকে নিয়েই। গতকালই টিমের বাকিদের সঙ্গে পরিচয় হয়েছে নতুন বিদেশির।
যুবভারতীর এই ম্যাচে অবশ্য লাল-হলুদ শিবিরের ভরসা সদ্য আগত বিদেশি রাফায়েল মেসি বাউলি। মেসি মানেই বিশ্ব ফুটবলের হৃদপিণ্ড। সেই ফুটবলারের নামে তাঁর নাম। ফলে, নতুন বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে, নাম এক হলেও তিনি কতটা ভালো খেলতে পারেন, সেটা দেখা এখনও বাকি। তার মধ্যেই অবশ্য সমর্থকদের একাংশ এই ফুটবলারের নাম দিয়ে দিয়েছেন কালো মেসি।
শনিবারের ম্যাচে দলের ১৮ জনের স্কোয়াডে থাকার কথা আনোয়ার ও সাউল ক্রেসপোরও। তবে কোচ অস্কার ব্রুজো বলেছেন, 'আনোয়ারের চোট এখনও সারেনি। সাউল অবশ্য অনুশীলন করেছে। আমি মেসিকে খেলাতে চাই। তবে, ও দীর্ঘক্ষণ জার্নি করেছে। রিচার্ড সেলিসও বেশ ভালোই। আমরা ইতিমধ্যেই মুম্বই ম্যাচে ড্র করেছি। হাতে মোট ছ'টা ম্যাচ আছে। চেন্নাইয়ের সঙ্গে ম্যাচটা জেতার চেষ্টা করব।'
জানুয়ারিতে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে লাল-হলুদ। একটিতে ড্র করেছে। একটিতে জয় পেয়েছে। তবে তাতে ভেঙে পড়তে নারাজ কোচ অস্কার। তিনি বলেছেন, 'ব্যাপারটা কঠিন হলেও সুপার সিক্সে ওঠা সম্ভব। তবে, প্রথম ছয় ম্যাচে হারায় কাজটা কঠিন হয়ে গিয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়? আশা করি সবকিছু ভালোই হবে।'
মেসির হাতে শুক্রবারই ২৮ নম্বর জার্সি তুলে দিয়েছেন কোচ অস্কার। রাতে জিমে সময় কাটিয়েছেন। আজ খুব বেশি হলে মিনিট ২০ মেসিকে খেলানোর কথা ভাবছেন কোচ। তবে সাউলকে পুরোদস্তুর ব্যবহার করতে চান তিনি। ক্লেটন সিলভার চোট সারেনি। ফলে, এই ম্যাচেও তিনি নেই। হিজাজি মাহেরের বদলে কাকে দলে নেওয়া হবে, তা নিয়েও ক্লাবকর্তারা আলোচনা করছেন। তবে, সেসব ছেড়ে ইস্টবেঙ্গল কোচের নজরে আজকের ম্যাচ। চেন্নাইয়িন পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের নীচেই আছে। তাই বলে তাদের শক্তিকে উপেক্ষা করতে চান না ব্রুজো।