-
২০১৮-র ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। দীর্ঘদিনের প্রেমিকা অনুষ্কাকে বিয়ে করেছেন তিনি।
কিন্তু অনুষ্কার আগেও আরও এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি। এমনটাই গুজব। -
এক সময়ে ব্রাজিলীয় মডেল ইজাবেলা লেইতের সঙ্গে দেখা যেত বিরাটকে।
-
টানা ২ বছর দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বিরাট-ইজাবেলাকে।
-
ব্রাজিলিয়ান এই মডেল-অভিনেত্রীর জন্ম ১৯৯০-এর সেপ্টেম্বরের ১ তারিখে, ব্রাজিলের জোয়াও পেসোয়াতে।
-
বিভিন্ন বিজ্ঞাপনে মাঝে-মধ্যে দেখা যায় ইজাবেলাকে।
-
বিভিন্ন প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায় ইজাবেলাকে।
-
বলিউডে অভিষেক আমির খানের তলাশ (২০১২)-এ।
-
‘পুরানি জিন্স’ (২০১৩), ‘সিক্সটিন’ (২০১৪) সিনেমাতে দেখা গিয়েছে ইজাবেলাকে।
-
হিন্দির পাশাপাশি তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি- নরেন্দ্র (২০১৮), মিস্টার মঞ্জু (২০১৯) এবং ওয়ার্ল্ড ফেমাস লভার (২০২০)।
-
পাঞ্জাবি রাপ সিঙ্গার গুরু রানধাওয়ার জনপ্রিয় সিঙ্গলস ‘লাহোর’-এ মুখ দেখিয়েছেন।
-
সেই সিঙ্গলসের ইউটিউবে ভিউয়ার সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন।
-
সোশ্যাল মিডিয়ায় ইজাবেলার একের পর এক ছবি ঝড় তুলেছে।
-
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইজাবেলার ভক্তের সংখ্যা।
-
ইজাবেলার নতুন বয়ফ্রেন্ড রেইমার।
-
পুরনো সম্পর্ক ভুলে বিরাট, ইজাবেলা আজ দুই জগতে। নিজের জীবন নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন।
