-
২০১৮-র ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। দীর্ঘদিনের প্রেমিকা অনুষ্কাকে বিয়ে করেছেন তিনি।
কিন্তু অনুষ্কার আগেও আরও এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি। এমনটাই গুজব। -
এক সময়ে ব্রাজিলীয় মডেল ইজাবেলা লেইতের সঙ্গে দেখা যেত বিরাটকে।
-
টানা ২ বছর দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বিরাট-ইজাবেলাকে।
-
ব্রাজিলিয়ান এই মডেল-অভিনেত্রীর জন্ম ১৯৯০-এর সেপ্টেম্বরের ১ তারিখে, ব্রাজিলের জোয়াও পেসোয়াতে।
-
বিভিন্ন বিজ্ঞাপনে মাঝে-মধ্যে দেখা যায় ইজাবেলাকে।
-
বিভিন্ন প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায় ইজাবেলাকে।
-
বলিউডে অভিষেক আমির খানের তলাশ (২০১২)-এ।
-
‘পুরানি জিন্স’ (২০১৩), ‘সিক্সটিন’ (২০১৪) সিনেমাতে দেখা গিয়েছে ইজাবেলাকে।
-
হিন্দির পাশাপাশি তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি- নরেন্দ্র (২০১৮), মিস্টার মঞ্জু (২০১৯) এবং ওয়ার্ল্ড ফেমাস লভার (২০২০)।
-
পাঞ্জাবি রাপ সিঙ্গার গুরু রানধাওয়ার জনপ্রিয় সিঙ্গলস ‘লাহোর’-এ মুখ দেখিয়েছেন।
-
সেই সিঙ্গলসের ইউটিউবে ভিউয়ার সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন।
-
সোশ্যাল মিডিয়ায় ইজাবেলার একের পর এক ছবি ঝড় তুলেছে।
-
লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইজাবেলার ভক্তের সংখ্যা।
-
ইজাবেলার নতুন বয়ফ্রেন্ড রেইমার।
-
পুরনো সম্পর্ক ভুলে বিরাট, ইজাবেলা আজ দুই জগতে। নিজের জীবন নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন।
আজ বিরাটের ভরা সংসার! একসময়ে ব্রাজিলিয়ান সুন্দরীতে মজেছিলেন তারকা
এক সময়ে ব্রাজিলীয় মডেল ইজাবেলা লেইতের সঙ্গে দেখা যেত বিরাটকে। টানা ২ বছর দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বিরাট-ইজাবেলাকে। অনুষ্কার আগেই এই সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি।
Web Title: Few pictures of virat kohlis ex girlfriend izabelle leite