-
গত বছর ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি সিএসকের। মুম্বইয়ের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল চেন্নাই সুপার কিংসের।
-
চলতি আইপিএলের আগে নিলামে ভালভাবে দল গুছিয়ে নিয়েছে সিএসকে।
-
১৫ কোটি টাকা খরচ করে স্যাম কুরান, জোস হ্য়াজেলউড, পীযূশ চাওলাদের মতো তারকাদের পাশাপাশি সাই কিশোরের মতো প্রতিশ্রুতিমান ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে।
-
২০০৮ সালে আইপিএলের সূচনা থেকেই চেন্নাই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। এই সাফল্যের পিছনে রয়েছে একাধিক ফ্যাক্টর! অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক মিশ্রন যেমন রয়েছে, তেমনই ধোনির অধিনায়কত্বও কারণ।
-
খাতায় কলমে বিচার করলে চেন্নাই এবারে টুর্নামেন্টের সবথেকে ভারসাম্য যুক্ত দল। সবকিছু ঠিকঠাক থাকলে আইপিএলে এবার চ্যাম্পিয়ন হচ্ছে হলুদ জার্সির ক্রিকেটাররাই।
-
প্রথম কারণ, দলে শক্তিশালী স্থানীয় ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি: ভারতীয় তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে সিএসকে এবার প্রায় অপ্রতিরোধ্য়। সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেদার যাদব, দীপক চাহারদের উপস্থিতি এবার চেন্নাইয়ের বড় শক্তি।
-
দ্বিতীয় কারণ, স্পিন বোলিং: ভারতীয় স্পিনার হিসেবে পীযূষ চাওলার উপস্থিতিতে লাভবান হতে পারে চেন্নাই। নিলামেই কেকেআরের প্রাক্তন স্পিনারকে নেওয়া হয়েছিল। চিদাম্বরম স্টেডিয়ামের মন্থর পিচে পীযূষ চাওলা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সামনে। হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির এবং পীযূষ চাওলা- সিএসকের চার স্পিনারই প্রতিপক্ষের ত্রাস হতে চলেছেন।
-
তৃতীয় কারণ, তারকা বিদেশি ব্রিগেড: বিশ্বের সেরা কিছু টি২০ ক্রিকেটারদের এবার সিএসকে জার্সিতে দেখা যাবে। স্যাম কুরানের মতো অলরাউন্ডার যেমন ডোয়েন ব্র্যাভোর বিকল্প হতে পারেন। লুঙ্গি এনগিডির বিকল্প হিসেবে চেন্নাইতে এসেছেন জোস হ্যাজেলউড।
-
চতুর্থ কারণ, অভিজ্ঞতা: এমনিতেই চেন্নাই স্কোয়াডকে বরাবর ড্যাডিস স্কোয়াড বলা হয়ে থাকে। অভিজ্ঞতায় বাকি দলগুলিকে বলে বলে গোল দেবে চেন্নাই। রবীন্দ্র জাদেজা, ফাফ ডুপ্লেসিস, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, শ্যেন ওয়াটসন, হরভজন সিং, সুরেশ রায়না, ইমরান তাহির এবং সর্বোপরি মহেন্দ্র সিং ধোনি- অভিজ্ঞতাতেই টুর্নামেন্ট জিতে নেওয়ার সামর্থ্য রাখে সিএসকে।
-
শেষ কারণ, মহেন্দ্র সিং ধোনি: বলা যেতে পারে স্রেফ ধোনি-ফ্যাক্টরের জোরেই সিএসকে এবার চ্যাম্পিয়নশিপের মুকুট পড়তে পারে। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে। নির্বাচক প্রধানের অসূয়া, বোর্ডের চুক্তি তালিকা থেকে বাদ পড়া- কোনও কিছুতেই মুখ খোলেননি ধোনি।
-
তবে ব্যক্তিগত সূত্রে জানা গিয়েছে, শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলতে মুখিয়ে ধোনি। একেবারে টি২০ বিশ্বকাপে। তবে জাতীয় দলের নিজের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য তিনি পাখির চোখ করেছেন আইপিএলকেই।
-
আইপিএলে রোমহর্ষক পারফরম্যান্স করেই ধোনি জাতীয় দলে প্রত্যাবর্তনে উন্মুখ। তিনি দেখিয়ে দিতে চান, এই বয়সেও তিনি বিশ্বের সেরা কিপার-ব্যাটসম্যান হওয়ার সামর্থ্য রাখেন।
-
ধোনি-মন্ত্রে সিএসকে আরও একবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই আপাতত দেখার।
