New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/kapil-ranveer.jpg)
অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রণবীর সিং
অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রণবীর সিং সহ-অধিনায়ক মোহিন্দর অমরনাথের ভূমিকায় সাকিব সেলিম টিমের ব্যাটিং স্তম্ভ সুনীল গাভাস্কার, রুপোলী পর্দায় তাহির রাজ ভাসিন মাঠে সদাই মারমুখী থাকতেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সেই মেজাজ ধরার চেষ্টা করেছেন দক্ষিণের অভিনেতা জিভা পরবর্তীকালে ভারতীয় টিমের কোচ হয়েছিলেন সন্দীপ পাটিল। ছবিতে তাঁর ভূমিকায় আছেন চিরাগ পাটিল প্রচার বিমুখ, লাজুক স্বভাবের ব্যাটসম্যান যশপাল শর্মার ভূমিকায় যতীন সারনা ব্যাটিং-উইকেটকিপার সৈয়দ কিরমানি ভারতের হয়ে ম্যাচ বাঁচিয়েছেন একাধিক বার। তাঁর ভূমিকায় সাহিল খাট্টার বিশ্বকাপজয়ী দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিডিয়াম পেসার মদনলালের। তাঁর ভূমিকায় হারডি সন্ধু কিছুটা বিতর্কিত ভাবেই দলে ছিলেন কীর্তি আজাদ। তাঁর ভূমিকায় দিনকর শর্মা তিরাশির বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রজার বিনি। ছবিতে তাঁর ভূমিকায় নিশান্ত দাহিয়া ফাইনালে গর্ডন গ্রিনিজের অতি গুরুত্বপূর্ণ উইকেট নেন বলবিন্দর সিং সন্ধু। ছবিতে তাঁর ভূমিকায় থাকবেন অমি ভর্ক