-
সিএসকে-তে ধোনি জমানা শেষের মুখে। শ্রীনিবাসন যদিও বলে দিয়েছেন, ২০২১-এর পর্যন্ত ধোনি সিএসকে-তে থাকছেন। তবে তারপরে?- আইপিএল ওয়েবসাইট
-
ধোনির শেষ ইচ্ছা, জাতীয় দলের জার্সিতে টি২০ ম্যাচ খেলেই অবসর নেওয়া। তবে সেই জন্য আইপিএলে শেষবেলায় জ্বলে উঠতে চান তিনি।- আইপিএল ওয়েবসাইট
-
ধোনি আইপিএলকেই পাখির চোখ করছেন। কিন্তু কোনও কারণে, আসন্ন আইপিএলে ধোনি সেভাবে পারফর্ম করতে না পারলে, ধোনি-ভক্তদের আশঙ্কা এই মরশুমেই অবসরের পথে হাঁটতে পারেন তিনি।- আইপিএল ওয়েবসাইট
বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছিলেন। তারপর একবছর হতে চলল ধোনি ভারতের হয়ে খেলেননি। এর মাঝে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছিলেন তিনি। – আইপিএল ওয়েবসাইট -
-
ডোয়েন ব্র্য়াভো- ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত মুম্বইয়ে খেলার পরে সিএসকেতে এসেছিলেন ব্র্যাভো। তারপর তিনি থালাইভা সংসারের অংশ হয়ে গিয়েছেন। আইপিএলের অন্যতম সফল অলরাউন্ডার তিনি। – আইপিএল ওয়েবসাইট
-
সিএসকেকে বহু ম্য়াচে ব্যাট ও বল হাতে জয়ের সরণিতে পৌঁছে দিয়েছেন। আইপিএলে ১৪৮৩ রানের পাশাপাশি ১৪৭টি উইকেটও রয়েছে ক্যারিবিয়ান তারকার নামের পাশে। ২০১৩ ও ২০১৫ সালে দু-বার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। – আইপিএল ওয়েবসাইট
-
নেতা হিসেবেও তিনি কম যান না। ত্রিনবাগো নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে চ্যাম্পিয়ন করেছিলেন। ধোনির কাছ থেকে নেতৃত্ব নেওয়ার বিষয়ে তিনি অনেকটাই এগিয়ে। – আইপিএল ওয়েবসাইট
-
ফাফ ডুপ্লেসিস- চেন্নাইয়ের সাফল্যের অন্য়তম স্থপতি ফাফ ডুপ্লেসিস। ২০১১ সালে সিএসকেতে যোগ দিয়েছিলেন প্রোটিয়াজ এই ব্য়াটসম্যান। তারপর দু-বছরের নির্বাসন বাদ দিলে টানা হলুদ জার্সিতে খেলে চলেছেন ডুপ্লেসিস। – আইপিএল ওয়েবসাইট
-
অধিনায়ক হিসেবে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেই রয়েছে ডুপ্লেসিস। চলতি মাসের শুরুতে অবশ্য ডিকক একদিনের ক্রিকেটের নেতা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তবে টি২০ ও টেস্টের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডুপ্লেসিস। – আইপিএল ওয়েবসাইট
-
প্রোটিয়াজ এই তারকা আইপিএলে ১৮৫৩ রান সংগ্রহে রয়েছে। ধোনির পরবর্তী সিএসকে নেতা হওয়ার অন্যতম দাবিদার তিনি। – আইপিএল ওয়েবসাইট
-
শেন ওয়াটসন- ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসে খেলেছেন শেন ওয়াটসন। ২০১৮ সালের পরে সিএসকেতে যোগ দেওয়ার পর থেকে অজি তারকা দুরন্ত ছন্দে রয়েছেন। দু মরশুমে পরপর হলুদ জার্সিতে ৫৫৫ এবং ৩৯৮ রান করেছেন। – আইপিএল ওয়েবসাইট
-
জাতীয় দল থেকে অবসরের পরে ওয়াটসন বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ লিগ খেলে বেড়াচ্ছেন। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি আপাতত পিএসএলে খেলতে ব্যস্ত। – আইপিএল ওয়েবসাইট
-
অস্ট্রেলিয়ার জাতীয় দলে তিন ফর্ম্যাটেই অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারেরও প্রাক্তন নেতা তিনি। অভিজ্ঞতায় তিনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। – আইপিএল ওয়েবসাইট
-
সুরেশ রায়না- ধোনিকে সরিয়ে সিএসকের নেতৃত্ব দেওয়ার বিষয়ে রায়নাই সম্ভাব্যদের তালিকায় একনম্বরে থাকবেন। ৩৩ বছরের তারকা সিএসকে নির্বাসনে থাকার সময়ে গুজরাট লায়ন্সকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অবধি পৌঁছে দিয়েছিলেন। – আইপিএল ওয়েবসাইট
২০১৬ সালে ধোনি চোট পেয়ে দিন দশেক বাইরে ছিলেন। সেই সময়ে রায়না চেন্নাইকে তিনটে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে সিএসকে দুটো ম্যাচেই জয় পেয়েছিল। গত বছরেও রায়না সিএসকেকে দুটো ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। – আইপিএল ওয়েবসাইট -
রায়নার আইপিএলের সফলতম ব্যাটসম্যান। ১০ মরশুমে ৫৩৬৮ রান করেছেন। গড়ে প্রত্যেক মরশুমে রায়না ৩৫০ রান করেছেন। ধোনি সরে দাঁড়ানোর পরে সিএসকে-র ক্যাপ্টেন হতেই পারেন রায়না। – আইপিএল ওয়েবসাইট
ধোনির অবসরের পরে সিএসকের নেতৃত্বে কে! উঠল চার তারকার নাম
ধোনি আইপিএলকেই পাখির চোখ করছেন। কিন্তু কোনও কারণে, আসন্ন আইপিএলে ধোনি সেভাবে পারফর্ম করতে না পারলে, ধোনি-ভক্তদের আশঙ্কা এই মরশুমেই অবসরের পথে হাঁটতে পারেন তিনি।
Web Title: Four probable cricketers who can captain csk in absense of ms dhoni