New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/js-Hardik-Pandya-and-Natasa-Stankovic-love-story.jpg)
নাইট ক্লাবে প্রথম দেখা, কোর্ট ম্যারেজের পর ছেলের সামনে সাত দফা, এই ছিল হার্দিক-নাতাশার প্রেমের গল্প।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের বিচ্ছেদের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এখন তাঁরা দুজনেই এই গুজবকে সত্য প্রমাণ করেছেন এবং ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। দুজনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নাইট ক্লাবে প্রথম দেখা, কোর্ট ম্যারেজের পর ছেলের সামনে সাত দফা, এই ছিল হার্দিক-নাতাশার প্রেমের গল্প।