/indian-express-bangla/media/media_files/2025/09/28/hardik-pandya-8-2025-09-28-20-34-57.jpg)
এশিয়া কাপের ফাইনাল ম্য়াচে খেলছেন না হার্দিক পান্ডিয়া
/indian-express-bangla/media/media_files/2025/09/28/hardik-pandya-5-2025-09-28-20-34-57.jpg)
শুরুর কথা
২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচের আগে একটা বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই ম্য়াচের প্রথম একাদশ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/india-vs-pakistan-final-2025-09-28-20-34-57.jpg)
টিম ইন্ডিয়ায় ৩ পরিবর্তন
টস করতে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটা বড়সড় আপডেট দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, কেন হার্দিক পান্ডিয়া এই ফাইনাল ম্য়াচে খেলতে পারবেন না। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ায় মূলত তিনটে পরিবর্তন করা হয়েছে। ভারতের বিরুদ্ধে টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/india-vs-pakistan-final-2-2025-09-28-20-34-57.jpg)
প্রথমে বল করার সিদ্ধান্ত ভারতের
টস জেতার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা প্রথমে বোলিং করতে চাই। এখানে কৃত্রিম আলোয় ব্যাটিং করা অনেকটাই সহজ হয়ে যায়। গত ৫-৬ ম্য়াচে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, তা এককথায় অসাধারণ ছিল। এই ম্য়াচেও সেই পারফরম্য়ান্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।'
/indian-express-bangla/media/media_files/2025/09/28/hardik-pandya-6-2025-09-28-20-34-57.jpg)
হার্দিক পান্ডিয়া সম্পর্কে কী বললেন সূর্যকুমার যাদব
সেইসঙ্গে সূর্য আরও যোগ করলেন, চোটের কারণে হার্দিক প্রথম একাদশের বাইরে রয়েছে। আর্শদীপ এবং হর্ষিতও এই ম্য়াচে খেলছেন না। সেই জায়গায় বুমরাহ, দুবে এবং রিঙ্কুকে প্রথম একাদশে নেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/hardik-pandya-7-2025-09-28-20-34-57.jpg)
শ্রীলঙ্কার বিরুদ্ধে চোট পেয়েছিলেন হার্দিক
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টুর্নামেন্টের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ওই ম্য়াচে হার্দিক পান্ডিয়া এক ওভার বল করার পরই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পেশিতে টান ধরার কারণে তিনি চরম সমস্যায় পড়েছিলেন। সেকারণে গত ম্য়াচে তিনি মাত্র এক ওভারই বল করতে পেরেছিলেন। এবারের এশিয়া কাপে তিনি ৬ ম্যাচে মাত্র ৪ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/india-vs-pakistan-final-1-2025-09-28-20-34-57.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
/indian-express-bangla/media/media_files/2025/09/28/india-vs-pakistan-final-3-2025-09-28-20-34-57.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের প্রথম একাদশ:
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সলমান আলি আগা (অধিনায়ক), হুসেন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us