আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শুরু হবে ৫ অক্টোবর থেকে।বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।এবারের ক্রিকেট বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ভারতে।১৯ নভেম্বর রবিবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।তবে এবারের ক্রিকেট বিশ্বকাপ কিছু তারকা খেলোয়াড়ের জন্য শেষ হতে পারে।এর মধ্যে অনেক নাম আছে, তবে আজ আমরা ৬ বিশেষ খেলোয়াড় সম্পর্কে কথা বলতে যাচ্ছি।এই ছয় খেলোয়াড়ের মধ্যে তিনজন ভারতীয়ও রয়েছে, যাঁদের নাম ভক্তদের চমকে দেবে। তাই একজন অস্ট্রেলিয়ার, একজন ইংল্যান্ডের এবং আরেকজন বাংলাদেশ দলের।অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিতে পারেন। ইতিমধ্যেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এই বিশ্বকাপের পর ওয়ার্নার নিজেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। ২৭ অক্টোবর ওয়ার্নার ৩৭ বছর বয়সী হবেন।ইংল্যান্ডের ৩২ বছর বয়সী টেস্ট অধিনায়ক বেন স্টোকস আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিতে পারেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পেছনে বেন স্টোকসের বিরাট অবদান ছিল।এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব দিতে দেখা যাবে ৩৬ বছর বয়সী তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে সম্প্রতি বিশ্বকাপের পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার তাঁর পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেখা যাবে সাকিবকে।ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত মাসে ১৭ সেপ্টেম্বর ৩৭ বছর বয়সে পূর্ণ করেন। তিনি তাঁর বিবৃতিতে আরও বলেন, বিশ্বকাপে নির্বাচিত হওয়ার পর এটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পর তাঁকে টেস্ট খেলতে দেখা যাবে।ভারত অধিনায়ক রোহিত শর্মার বয়স ৩৬ বছর। আগামী বিশ্বকাপে তাঁর বয়স ৪০ বছর হবে।এমন অবস্থায় তাঁর পক্ষে পরবর্তী বিশ্বকাপ খেলা অসম্ভব।প্রসঙ্গত, বিসিসিআই ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়ার হাতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে ধারাবাহিকভাবে অনেক সিরিজে তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর রোহিতকে টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হতে পারে অথবা রোহিত অবসর নিতে পারেন।এই তালিকায় থাকতে পারেন টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলিও। এটা পড়ে ভক্তরা নিশ্চয়ই চমকে গেছেন, কিন্তু এই বিশ্বকাপই হতে পারে বিরাটের শেষ বিশ্বকাপ।আগামী মাসে ৫ নভেম্বর কোহলির ৩৫ বছর হবে। কোহলির ফিটনেস চমৎকার হলেও পরের বিশ্বকাপের জন্য তাঁকে অপেক্ষা করতে হবে ৪ বছর। তাই আশা করা হচ্ছে তিনি অবসরে যাবেন। (ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস)