/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-5-2025-10-24-18-37-08.jpg)
সিডনিতে জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল
/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-2025-10-24-18-37-08.jpg)
ওয়ানডে সিরিজ হাতছাড়া ভারতের
India vs Australia: শুভমান গিলের (Shubman GillIND vs AUS 3rd ODI Record) নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। পারথে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ক্যাঙারু দল ৭ উইকেটে পরাস্ত করেছিল। এরপর অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচেও ভারতীয় দল ২ উইকেটে হেরে যায়। আর সেইসঙ্গে, ৪১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-1-2025-10-24-18-37-08.jpg)
সিডনিতে সিরিজের অন্তিম ম্য়াচ
সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি আগামী ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে। এই ম্য়াচটা জিততে না পারলে ভারত চলতি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে যাবে। কিন্তু, সিডনিতে টিম ইন্ডিয়ার রেকর্ড ইতিমধ্যে শুভমান গিলের টেনশন বাড়িয়ে দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক, সিডনিতে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের রেকর্ড ঠিক কেমন?
/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-2-2025-10-24-18-37-08.jpg)
শুভমানের অধিনায়কত্বেই টিম ইন্ডিয়ার গায়ে লাগবে 'কলঙ্ক'?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল। কিন্তু, গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া শুরুটা একেবারে ভাল করতে পারেনি। টানা ২ ম্যাচ হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। এরপরই শুভমানের অধিনায়কত্বে এক নতুন লজ্জার রেকর্ড কার্যত দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-3-2025-10-24-18-37-08.jpg)
গত ৪১ বছরে হোয়াইটওয়াশ হয়নি টিম ইন্ডিয়া
আসলে, গত ৪১ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনও কোনও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়নি টিম ইন্ডিয়া। ১৯৮৪ সালে শেষবার অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ক্লিন সুইপ করেছিল। সিরিজের বাকি দুটো ম্য়াচ অমীমাংসিত রয়ে যায়। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সুনীল গাভাসকারের হাতে ছিল। এবার সিডনিতে ভারত যদি তৃতীয় ওয়ানডে ম্য়াচে পরাস্ত হয়, তাহলে শুভমান গিলের মুকুটে এক লজ্জার পালক যুক্ত হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/indian-cricket-team-4-2025-10-24-18-37-08.jpg)
সিডনিতে কেমন ভারতের রেকর্ড?
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মোট ১৯ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৬ ম্য়াচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। অন্যদিকে, টিম ইন্ডিয়া জিতেছে মাত্র ২ ম্যাচ। এই মাঠে ভারতীয় ক্রিকেট দল শেষবার ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ানডে ম্য়াচ জিতেছিল। সাফল্যের পরিসংখ্যানে সিডনিতে অস্ট্রেলিয়ার পাল্লা অনেকটাই ভারী হয়ে রয়েছে। সিডনিতে টিম ইন্ডিয়ার রেকর্ড অধিনায়ক গিলের চিন্তা বাড়িয়ে দিচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us