/indian-express-bangla/media/media_files/2025/02/09/wB0idGcR1jOEIC0eAE1B.jpg)
Rohit Sharma-2nd ODI: কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মা। (ছবি- বিসিসিআই)
/indian-express-bangla/media/media_files/2025/02/09/z4EkG5iQHp7XPdcIzBWx.jpg)
বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা
ম্যাচে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৩৪ বলে করেন ৫৪ রান। অর্ধশতক পূর্ণ করতে মারেন ৪টি চার এবং ৪টি ছয়। ইংল্যান্ডের কোনও বোলারকেই রেয়াত করেননি রোহিত। বহুদিন পরে তাঁকে দেখা গেল বিগ হিটারের ভূমিকায়। ঠিক যেন আগের মতই। আগের মেজাজে। যা দেখে ভারত অধিনায়ককে করতালিতে ভরিয়ে দিয়েছেন দর্শকরা।
/indian-express-bangla/media/media_files/2025/02/09/bGZBA5PWzCyYDbtmPTXK.jpg)
রোহিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন শুভমান
মন্দ আলোর জন্য কটকের বারাবতী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। স্টেডিয়ামের ফ্লাডলাইটে সমস্যা দেখা দিয়েছিল। ফলে, খেলোয়াড়দের দেখতে সমস্যা হয়। আম্পায়ারদের সঙ্গে পরামর্শের পর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। এরপর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সেটা না হলে রোহিত আরও আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করতে পারতেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিত সেই সময় ১৮ বলে ১টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে করেছিলেন ২৯ রান। আর, শুভমান গিল ১৯ বলে ৩টি চার-সহ করেছিলেন ১৭ রান।
/indian-express-bangla/media/media_files/2025/02/09/YH3uijmOQaoaOPyle8z7.jpg)
রোহিতের সঙ্গে অনেকটা সময় ছিলেন শ্রেয়সও
রোহিতের সঙ্গে অনেকটা সময় ছিলেন শ্রেয়সও। শ্রেয়স আইয়ারকে রান আউট করেন জস বাটলার। শ্রেয়স ৪৭ বলে ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে করেছেন ৪৪ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা লিয়াম লিভিংস্টোনের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন। ৯০ বলে ১২টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ১১৯ রান করেছেন রোহিত। তাঁর আগে আউট হন বিরাট কোহলি। ৮ বল খেলে একটি চার মেরে ব্যক্তিগত ৫ রানের মাথায় কোহলি আউট হন। আদিল রশিদের বলে বিরাট ধরা পড়েন ফিল সল্টের হাতে। বিরাটের আগে ওপেনার শুভমান গিল ৫২ বলে ৯টি চার এবং ১টি ছয়-সহ ৬০ রান করে জেমি ওভারটনের বলে বোল্ড হন।