রোহিতের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন শুভমান
মন্দ আলোর জন্য কটকের বারাবতী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। স্টেডিয়ামের ফ্লাডলাইটে সমস্যা দেখা দিয়েছিল। ফলে, খেলোয়াড়দের দেখতে সমস্যা হয়। আম্পায়ারদের সঙ্গে পরামর্শের পর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। এরপর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সেটা না হলে রোহিত আরও আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করতে পারতেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিত সেই সময় ১৮ বলে ১টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে করেছিলেন ২৯ রান। আর, শুভমান গিল ১৯ বলে ৩টি চার-সহ করেছিলেন ১৭ রান।