/indian-express-bangla/media/media_files/2025/01/25/13ySB1Ix5SiaaLUfE1vS.jpg)
Team India: ভারতীয় দল।(ছবি- বিসিসিআই)
/indian-express-bangla/media/media_files/2025/01/25/joGFGvCXwVoXooNXmvut.jpg)
উইকেট পেলেন অভিষেক শর্মা
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের ১ম টি২০ ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় রান এসেছিল ওপেনার অভিষেক শর্মার ব্যাট থেকে। কিন্তু, চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে অভিষেক ব্যর্থ হলেন। মার্ক উডের বলে তিনি এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক। কিন্তু, বল হাতে তিনি সাফল্য পেলেন। ১ ওভার বল ১২ রান দিয়ে নিলেন জেমি স্মিথের উইকেট।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/jGjvcQCcoUY2sLXnBSvp.jpg)
সঞ্জু স্যামসনও দাগ কাটতে পারলেন না
জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/jFFY7yH4dc3OlIS22kSn.jpg)
অক্ষর প্যাটেল ২ উইকেট নিয়েছেন
লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/tYn1wnTia9tehplNyVC6.jpg)
হার্দিক পান্ডিয়া ২ ওভারে ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন
আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অর্শদীপ সিং। ৪ বলে ১টি চার-সহ ৬ রান করে অর্শদীপ আউট হন। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল ছিলেন তিলক ভার্মা। জোফ্রা আর্চারের বলে ছয় মেরে পূর্ণ করেন অর্ধশতরান। ৩৯ বলে ৫৩ রান করে অর্ধশতরান পূর্ণ করেন তিলক।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/q5AOJs50jQoQaj0J85HL.jpg)
টিম ইন্ডিয়া ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে
শনিবার টস জিতে ভারত অধিনায়ক ওয়াশিংটন সুন্দর প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল জস বাটলারের ইংল্যান্ডকে। ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১৬৫ রান। জবাবে, ১৯.২ ওভারে ৮ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/K2eqkC0ek5RnMXuOZF08.jpg)
২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস
২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জোফ্রা আর্চার ৯ বলে ১টি চার-সহ ১২ রান ও মার্ক উড ৩ বলে ১টি চার-সহ ৫ রানে অপরাজিত থাকলেন। হার্দিক পান্ডিয়ার বলে আউট হন আদিল রশিদ। তিনি সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন। ১১ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন আদিল। ব্রাইডন কার্সকে রান আউট করেন ধ্রুব জুরেল। ১৭ বলে ১টি চার এবং ৩টি ছয়-সহ কার্স ৩১ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/ROh9Uuc8omRMSdb3YXHw.jpg)
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/vRNX7XgqaJ6zdAIzWP6w.jpg)
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/25/H0SLQ8YnwrmjMat1sNAg.jpg)
চেন্নাই ম্যাচেও বাদ শামি
কলকাতায় রিজার্ভ বেঞ্চে থাকা মহম্মদ শামিকে নেটে বোলিং করতে দেখা গিয়েছে। কিন্তু, তাঁকে চেন্নাইয়ের ম্যাচেও রাখেনি টিম ম্যানেজমেন্ট। শামি ছোট রান-আপ নিয়ে ওয়ার্ম আপের সময় বোলিং করছিলেন। তাঁর প্রতি কড়া নজর ছিল বোলিং কোচ মর্নে মরকেলের। কলকাতায় বাদ পড়ায় শামির ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হলেও শামি ম্যাচের জন্য ফিট। শুধুমাত্র ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের জন্যই প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না বলে জানা গিয়েছে।