/indian-express-bangla/media/media_files/2025/10/07/indian-cricket-team-2025-10-07-18-21-59.jpg)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়া
/indian-express-bangla/media/media_files/2025/10/07/team-india-2025-10-07-18-21-59.jpg)
শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি
India vs West Indies: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) একবার ফের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টেস্ট ম্য়াচ খেলার প্রস্তুতি নিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়োজিত এই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। প্রথম ম্য়াচটি ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট বড় ব্যবধানে জয়লাভ করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/team-india-1-2025-10-07-18-21-59.jpg)
দাপট অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া
এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার দাপট ১০০ শতাংশ অব্যাহত থাকবে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, দিল্লির এই ময়দানে কোন ভারতীয় ব্যাটার টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করেছেন। আজ নাহয় তালিকার শীর্ষ ৩ ব্যাটারকে নিয়ে আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/sachin-tendulkar-2025-10-07-18-21-59.jpg)
শচীন তেন্ডুলকর করেছেন সর্বাধিক রান
দিল্লির যে স্টেডিয়ামকে আজ আপনারা অরুণ জেটলি স্টেডিয়াম নামে চেনেন, আগে এটার নামই ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। অর্থাৎ স্টেডিয়াম এবং ময়দান একই রয়েছে। শুধুমাত্র নামটা বদলে গিয়েছে। এই মাঠে সবথেকে বেশি রান করেছেন ভারতীয় ক্রিকেটের 'ঈশ্বর' শচীন তেন্ডুলকর। শচীন মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেললেও, দিল্লির এই ময়দানে কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/sachin-tendulkar-1-2025-10-07-18-21-59.jpg)
একনজরে দিল্লিতে শচীন তেন্ডুলকরের পারফরম্য়ান্স
শচীন তাঁর গোটা ক্রিকেট কেরিয়ারে দিল্লির এই ময়দানে মোট ১০ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ১৯ ইনিংসে মোট ৭৫৯ রান করেন। দুটো সেঞ্চুরি এবং চারটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/sachin-tendulkar-2-2025-10-07-18-21-59.jpg)
আজও শোনা যায় শচীনের ব্যাটিং গর্জন
এই ময়দানে শচীনের ব্যাটি গড় ৪২.১৬। অর্থাৎ, সেই সময়ের নিরিখে শচীন বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। সেই গর্জন আজও শুনতে পাওয়া যায়। এই ময়দানে শচীন এত রান করেছেন যে আর কোনও ব্যাটার তাঁর রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/dilip-vengsarkar-2025-10-07-18-21-59.jpg)
দ্বিতীয় স্থানে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার
এরপর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যাটার হলেন দিলীপ বেঙ্গসরকার। দিল্লিতে আয়োজিত ৮ টেস্ট ম্য়াচের ১২ ইনিংসে তিনি ৬৭১ রান করেছেন। এই ময়দানে তিনি চারটে সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান করেছেন। তাঁর ব্যাটিং গড়ও অসাধারণ। বেঙ্গসরকার ৬৭.১০ ব্যাটিং গড়ে রান করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/07/sunil-gavaskar-2025-10-07-18-21-59.jpg)
সুনীল গাভাসকারের নাম রয়েছে তিন নম্বরে
এই তালিকায় তিন নম্বরে নাম রয়েছে সুনীল গাভাসকারের। সুনীল গাভাসকার দিল্লিতে মোট ৯ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে ১৪ ইনিংসে তিনি মোট ৬৬৮ রান করেছেন। এই মাঠে সুনীল তিনটে শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।