/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-4-2025-10-26-23-28-37.jpg)
ছবিটি প্রতীকী
/indian-express-bangla/media/media_files/2025/10/26/ind-w-vs-ban-w-2025-10-26-23-28-37.jpg)
বৃষ্টিই বাঁচাল বাংলাদেশকে
Women’s ODI World Cup 2025: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে রবিবার (২৬ অক্টোবর) গ্রুপ পর্বের শেষ ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। বৃষ্টির কারণে শুরুতেই সিদ্ধান্ত গৃহীত হয় যে দুটো দলই ২৭ ওভার করে খেলবে। এরপর টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। বাংলাদেশ ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করে।
/indian-express-bangla/media/media_files/2025/10/26/ind-w-vs-ban-w-1-2025-10-26-23-28-37.jpg)
ভেস্তে গেল খেলা
১২০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছিল। এরপর আবারও নামে ঝমঝমিয়ে বৃষ্টি। অবশেষে এই ম্য়াচটি পরিত্যক্ত ঘোষণা করা হল। স্মৃতি মান্ধানা ২৭ বলে করেছেন ৩৪ রান। অন্যদিকে, আমনজ্যোৎ কৌর ২৫ বলে করেছেন ১৫ রান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে যদি বৃষ্টি হয়, তাহলে কোন দল ফাইনালে উঠবে?
/indian-express-bangla/media/media_files/2025/10/26/ind-vs-aus-w-2025-10-26-23-28-37.jpg)
দ্বিতীয় সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া (IND W vs AUS W) ক্রিকেট দল। এই ম্য়াচটি আগামী ৩০ অক্টোবর নব্য মুম্বইয়ে আয়োজন করা হবে। দুটো দলই এই ম্য়াচে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করতে চাইবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-2025-10-26-23-28-37.jpg)
সেমিফাইনাল ম্য়াচে বৃষ্টি হলে কী হবে?
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ম্য়াচ এই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেমিফাইনাল ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে কোন দল ফাইনালে এন্ট্রি নিতে পারবে?
/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-1-2025-10-26-23-28-37.jpg)
কতখানি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩০ অক্টোবর নব্য মুম্বইয়ে মাত্র ২০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টির কারণে ৩০ অক্টোবরের ম্য়াচ বিঘ্নিত হয়, তাহলে সেটা ৩১ অক্টোবর খেলা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-2-2025-10-26-23-28-37.jpg)
রিজ়ার্ভ ডে'তেও বৃষ্টি হলে কী হবে?
কিন্তু যদি রিজ়ার্ভ ডে'তেও কোনও ফলাফল নির্ধারিত না হয়, সেক্ষেত্রে গ্রুপ পর্বে যে দলের কাছে বেশি পয়েন্ট থাকবে, তারা শেষপর্যন্ত ফাইনালের যোগ্যতা অর্জন করবে। আর তেমনটা হলে অস্ট্রেলিয়া কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌঁছে যাবে ফাইনালে। কারণ অস্ট্রেলিয়ার কাছে রয়েছে ১৩ পয়েন্ট। সেখানে ভারতের ঝুলিতে রয়েছে মাত্র ৬ পয়েন্ট।
/indian-express-bangla/media/media_files/2025/10/26/rain-in-cricket-ground-3-2025-10-26-23-28-37.jpg)
ওয়েদার রিপোর্ট
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, আগামী বৃহস্পতিবার নব্য মুম্বইয়ের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭২ শতাংশ। পাশাপাশি ৩১ অক্টোবর কিন্তু ৩৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রথম সেমিফাইনাল ম্য়াচটি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হবে। এই ম্য়াচটি আগামী ২৯ অক্টোবর গুয়াহাটিতে আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/26/pratika-rawal-6-2025-10-26-23-28-37.jpg)
প্রতীকার চোট চিন্তা বাড়াল ভারতের
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় গোড়ালিতে মারাত্মক চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার প্রতীকা রাওয়াল। গত ম্য়াচে প্রতীকা দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। এদিন মাঠের মধ্যেই তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। শেষপর্যন্ত তাঁর জন্য স্ট্রেচার আনা হয়। যদিও তিনি খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন। জানা গিয়েছে, স্ক্যান করানোর জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার চিকিৎসকেরা তাঁকে কড়া নজরদারিতে রেখেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us