/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-rivalry-2025-09-23-20-43-58.jpg)
ভারত বনাম বাংলাদেশ: পাঁচ বিতর্কিত অধ্যায়
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-6-2025-09-23-20-43-30.jpg)
ভারর বনাম বাংলাদেশ
Asia Cup 2025: ক্রিকেট ময়দানে ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ মানেই টানটান উত্তেজনা। এই উত্তেজনা শুধুমাত্র খেলার জন্য নয়, রয়েছে একাধিক বিতর্কও। ২০২৫ এশিয়া কাপের সুপার-৪ পর্বে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-9-2025-09-23-20-43-30.jpg)
৫ আলোচিত বিতর্ক
প্রসঙ্গত, ভারত এবং বাংলাদেশ দুটো দলই সুপার ফোর পর্বের প্রথম ম্য়াচে জয়লাভ করেছে। আর সেকারণে বুধবারের লড়াইটা আরও জমে উঠেছে। তবে এই ম্য়াচ শুরু হওয়ার আগে দুই দলের ৫ বিতর্কিত ঘটনা নিয়ে আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-4-2025-09-23-20-43-30.jpg)
২০১৫ সালে 'নো-বল' বিতর্ক
২০১৫ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন রোহিত শর্মা। কারণ রুবেল হোসেনের একটি ডেলিভারি 'নো-বল' ঘোষণা করেছিলেন আম্পায়ার। যদিও টেলিভিশন রিপ্লে'তে স্পষ্ট দেখা গিয়েছিল যে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল। এই ঘটনায় বাংলাদেশি ক্রিকেটার এবং বোর্ড আধিকারিকরা যারপরনাই রেগে গিয়েছিলেন। ওই ম্য়াচে রোহিত ১৩৭ রান করেন। এবং টিম ইন্ডিয়া ১০৭ রানে জয়লাভ করে।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-3-2025-09-23-20-43-30.jpg)
ধোনির বিকৃত ছবি ঘিরে বিতর্কের ঝড় (২০১৬)
২০১৬ এশিয়া কাপ ফাইনালের ঠিক আগে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় একটি বিকৃত ছবি শেয়ার করতে শুরু করে। সেই ছবিতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল মহেন্দ্র সিং ধোনির কাটা মুন্ডু। রাতারাতি এই ছবিটা ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করেন। আর সেটাই ফাইনাল ম্য়াচের তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-8-2025-09-23-20-43-30.jpg)
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল লড়াই
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে ম্য়াচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁরা ব্যাপক ঝামেলায় জড়িয়ে পড়েন। দুই দলের ক্রিকেটারদের মধ্যে প্রবল বাগযুদ্ধ হয়। এমনকী, হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন তাঁরা। এই ঘটনার পর আইসিসি বেশ কয়েকজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-7-2025-09-23-20-43-30.jpg)
কোহলি বনাম রুবেল হোসেন লড়াই
ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত একাধিক ম্য়াচে বিরাট কোহলি এবং রুবেল হোসেনের মধ্যে ঠান্ডা লড়াই দেখতে পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপের কথা তো উল্লেখ করতেই হবে। বিরাট কোহলিকে আউট করার পর রুবেলের আক্রমণাত্মক উল্লাস নিয়ে তো একবার যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/23/india-vs-bangladesh-10-2025-09-23-20-43-30.jpg)
ভুয়ো ফিল্ডিংয়ের অভিযোগ (২০২২)
আসরটা ছিল টি-২০ বিশ্বকাপের। বাংলাদেশের ক্রিকেটার নুরুল হাসান বিরাট কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের অভিযোগ তুলেছিলেন। সেকারণে শাস্তি হিসেবে টিম ইন্ডিয়া ৫ রান বাংলাদেশকে দিয়েছিল। যদিও এই অভিযোগের পর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে বিষয়টা নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us