/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-1-2025-09-19-18-11-17.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-2025-09-19-18-11-17.jpg)
অভিষেকে বাজিমাত?
India vs Oman: ২০২৫ এশিয়া কাপে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) খেলতে নামছে বটে, কিন্তু ম্য়াচটা যে নেহাতই সম্মানরক্ষার, তা আলাদা করে বলার দরকার নেই। তবে এই ম্য়াচটা টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মার জন্য যথেষ্ট স্পেশাল হতে চলেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-2-2025-09-19-18-11-17.jpg)
যুবরাজকে গুরুদক্ষিণা
ওমান এবং ভারত দুটো দলই গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে চলেছে। এই ম্য়াচটি আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। আর এই ম্য়াচেই অভিষেক শর্মা তাঁর 'গুরু' যুবরাজ সিংকে একটা বড়সড় উপহার দিতে পারেন। আজ্ঞে হ্য়াঁ! ১৯ সেপ্টেম্বর এমন একটা তারিখ, যে বিশেষ দিনে যুবরাজ সিং এক নয়া কৃতিত্ব কায়েম করেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/yuvraj-singh-2025-09-19-18-11-17.jpg)
'সিক্সার কিং' যুবরাজ সিং
ভারতীয় ক্রিকেট সমর্থকরা হয়ত কোনওদিন ১৯ সেপ্টেম্বর তারিখটা ভুলতে পারবেন না। এই দিনটা ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিশেষ দিনই 'সিক্সার কিং' তকমা পেয়েছিলেন যুবরাজ সিং। তবে ১৮ বছর পর অভিষেক শর্মা তাঁর 'মেন্টর' যুবরাজ সিংয়ের মতো কৃতিত্ব কায়েম করতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/yuvraj-singh-1-2025-09-19-18-11-17.jpg)
কী হয়েছিল আজকের এই দিনে
ক্যালেন্ডারের পাতায় ১৮ বছর আগে ২০০৭ সালে আজকের দিনেই টি-২০ এশিয়া কাপে ভারত এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই যুবরাজ সিং ৬ ছক্কা হাঁকিয়েছিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গড়েছিলেন এক নয়া রেকর্ড।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-3-2025-09-19-18-11-17.jpg)
সুযোগ রয়েছে অভিষেকের সামনে
১৮ বছর পর এই একই দিনে যুবরাজের সুযোগ্য শিষ্য অভিষেক শর্মা খেলতে নামছেন। সামনে ওমান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে সকলের মাথাতেই এই একটা কথা ঘুরপাক খাচ্ছে। এই বিশেষ দিনটা ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারে আরও একবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? গুরুকে 'দক্ষিণা' দিতে পারবেন অভিষেক?
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-4-2025-09-19-18-11-17.jpg)
২০২৫ এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম
২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্টে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন। গ্রুপ পর্বের প্রথম দুটো ম্য়াচে তিনি মাত্র ২৯ বলে ৬১ রান করেছেন। সেটাও আবার ২১০-এর স্ট্রাইক রেটে। ইতিমধ্যে তিনি ৫ ছক্কা হাঁকিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম দুটো ম্য়াচেই তিনি ঝড়ের গতিতে শুরু করেন। আর পাওয়ারপ্লে চলাকালীন টিম ইন্ডিয়ার ভিত মজবুত করেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-5-2025-09-19-18-11-17.jpg)
১৯ সেপ্টেম্বর ফের দেখা যাবে ব্যাটিং ধামাকা?
২০২৫ এশিয়া কাপে অভিষেক শর্মা ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই পরিস্থিতিতে আশা করা যেতেই পারে, ওমানের বিরুদ্ধেও তাঁর ব্যাট গর্জে উঠবে। যদি এই ম্য়াচে অভিষেক ৬ বলে ৬ ছক্কা হাঁকাতে পারেন, তাহলে তাঁর নামও ইতিহাসের পাতায় উঠে যাবে। যদি ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামে, তাহলে এটা সম্ভব হতেও পারে।
/indian-express-bangla/media/media_files/2025/09/19/abhishek-sharma-6-2025-09-19-18-11-17.jpg)
যুবরাজকে স্পর্শ করে ইতিহাস গড়তে পারবেন অভিষেক শর্মা?
যদি অভিষেক শর্মা ৬ বলে ৬ ছক্কা হাঁকাতে পারেন, তাহলে সবথেকে কম ইনিংসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৫০ ছক্কা হাঁকাবেন। এখনও পর্যন্ত তিনি ১৮ ইনিংসে ৪৬ ছক্কা হাঁকিয়েছএন। ৫০ ছক্কা হাঁকাতে পারলে ব্রিটিশ ব্যাটার ফিল সল্টের রেকর্ডও তিনি ভাঙতে পারবেন। সল্ট ৩২০ বলে ৫০ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, অভিষেক ৩০৫ বলে ৪৬ ওভার বাউন্ডারি মেরেছেন। সল্টকে টপকাতে গেলে এখনও ৫ ছক্কা হাঁকাতে হবে অভিষেককে। তাঁর কাছে ১৪ বল বাকি রয়েছে।