/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-10-2025-09-22-15-24-11.jpg)
পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারতীয় ক্রিকেট দল
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-2025-09-22-15-24-11.jpg)
দুরন্ত জয় ভারতের
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করে। পাকিস্তানের ব্যাটাররা প্রথম ১০ ওভারে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। এরপর ভারত ম্য়াচের লাগাম নিজেদের হাতে তুলে নেয়। সেইসঙ্গে তারা অনায়াসে ১৭২ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছে। ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে সূর্য ব্রিগেড এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। এই ম্য়াচে বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি হয়েছে। আসুন, তেমনই ১০ গুরুত্বপূর্ণ রেকর্ড নিয়ে আলোচনা করা যাাক।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-3-2025-09-22-15-24-11.jpg)
পার্টনারশিপে 'সেঞ্চুরি'
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা এবং শুভমান গিল ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ২০২৫ এশিয়া কাপে এই প্রথমবার শতরানের বেশি কোনও পার্টনারশিপ গড়ে উঠল।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-4-2025-09-22-15-24-11.jpg)
ছক্কার হাফসেঞ্চুরি
টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে গত ম্য়াচে ৫ ছক্কা হাঁকিয়েছেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৫০ ওভার বাউন্ডারির চৌকাঠ স্পর্শ করেন। দ্রুততম ব্যাটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। ৩৩১ বলে তিনি ৫৩ ছক্কা হাঁকিয়েছেন এবং এভিন লুইসের রেকর্ড ভেঙে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-1-2025-09-22-15-24-11.jpg)
টানা ৭ ম্য়াচে জয়
এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে এবং টি-২০ ক্রিকেট মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৭ ম্যাচে জয়লাভ করেছে। এশিয়া কাপের সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়া ৪ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে হার স্বীকার করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-2-2025-09-22-15-24-11.jpg)
প্রথমবার শতরানের পার্টনারশিপ
অভিষেক শর্মা এবং শুভমান গিল টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে এই প্রথমবার ১০০ রানের পার্টনারশিপ গড়লেন। ইতিপূর্বে, ইনিংস ওপেন করতে নেমে তাঁরা কখনও শতরানের যুগলবন্দি গড়তে পারেননি। এই প্রথমবার তাঁরা এমন কৃতিত্ব গড়লেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-5-2025-09-22-15-24-11.jpg)
সর্বাধিক স্কোর পাকিস্তানের
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সর্বাধিক স্কোর খাড়া করেছে। রবিবাসরীয় ম্য়াচে টিম পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করেছিল। ইতিপূর্বে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে তারা এত রান করতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-7-2025-09-22-15-24-11.jpg)
৯ বার রান তাড়া করে জয়
ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি গত ১০ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচের পরিসংখ্যান বিচার করা যায়, তাহলে ৯ বারই যে দল রান তাড়া করেছে, তারা জয়লাভ করেছে। ইতিপূর্বে, টি-২০ বিশ্বকাপে ভারত প্রথমে ব্যাট করতে নেমে একবারই ৬ রানে জয়লাভ করেছিল। এছাড়া প্রত্যেকবার যে দল রান তাড়া করেছে, তারাই জয়লাভ করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-9-2025-09-22-15-24-11.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে 'আনোখা' রেকর্ড
পাকিস্তানের বিরুদ্ধে এই প্রথমবার কোনও ভারতীয় ওপেনিং জুটি ১০০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। ইতিপূর্বে, গৌতম গম্ভীর এবং অজিঙ্কা রাহানে ২০১২ সালে ৭৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-6-2025-09-22-15-24-11.jpg)
হার্দিকের উইকেট
হার্দিক পান্ডিয়া গত ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যেকটা ম্য়াচেই উইকেট শিকারের রেকর্ড কায়েম করলেন তিনি। ভারতের এই প্রতিবেশী দেশের বিরুদ্ধে হার্দিক এখনও পর্যন্ত মোট ১৫ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/indian-cricket-team-8-2025-09-22-15-24-11.jpg)
ভাঙল বুমরাহের ৯ বছরের রেকর্ড
গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ পাওয়ার প্লে চলাকালীন তিন ওভার বল করেছেন। আর দিয়েছেন ৩৪ রান। ইতিপূর্বে, পাওয়ার প্লে চলাকালীন তিনি কখনও এত রান দেননি। ২০১৬ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৩১ রান দিয়েছিলেন। ৯ বছর পর সেই রেকর্ড ভেঙে গেল।
/indian-express-bangla/media/media_files/2025/09/21/abhishek-sharma-half-century-2025-09-21-23-42-46.jpg)
অভিষেকের দ্রুততম হাফসেঞ্চুরি
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটাই তাঁর দ্রুততম হাফসেঞ্চুরি। এই তালিকায় যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দেন তিনি। ২৯ বলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us