/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-6-2025-09-14-20-09-45.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-4-2025-09-14-20-09-45.jpg)
ভারত বনাম পাকিস্তান
Asia Cup 2025: চলতি এশিয়া কাপে সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। যদিও এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্য়ে যথেষ্ট বিক্ষোভ দেখা গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-2025-09-14-20-09-45.jpg)
প্রথম ম্য়াচে জয়
চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়া প্রথম ম্য়াচ খেলতে নেমেছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করে। রবিবার এই আত্মবিশ্বাসটাই টিম ইন্ডিয়ার কাজে লাগবে বলে সকলে মনে করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-3-2025-09-14-20-09-45.jpg)
টস জিতল পাকিস্তান
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বিরুদ্ধে টস জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সলমান আলি আগার এই সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-5-2025-09-14-20-09-45.jpg)
কী বললেন সূর্যকুমার?
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, টস জিতলে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। ফলে পাকিস্তানের এই সিদ্ধান্তে তাঁর কোনও অসুবিধা নেই। এই ম্য়াচের জন্য ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-1-2025-09-14-20-09-45.jpg)
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-vs-pakistan-playing-xi-2-2025-09-14-20-09-45.jpg)
পাকিস্তানের প্রথম একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সলমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us