/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-5-2025-10-14-22-31-15.jpg)
সিঙ্গাপুরের বিরুদ্ধে লজ্জার হার টিম ইন্ডিয়ার
/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-2025-10-14-22-31-15.jpg)
লজ্জার হার ভারতের
সিঙ্গাপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও কোন লাভ হল না ভারতীয় ফুটবল দলের। ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শেষ পর্যন্ত লজ্জার হার শিকার করল টিম ইন্ডিয়া। ফিরতি লেগে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাস্ত হল টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-1-2025-10-14-22-31-15.jpg)
লিড নিয়েছিল টিম ইন্ডিয়া
গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়। ১৪ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন লালিয়ানজুয়ালা ছাঙতে। কিন্তু প্রথমে লিড নিয়েও সেভাবে সুবিধে করতে পারল না ভারত।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-2-2025-10-14-22-31-15.jpg)
ভারতকে পরাজয়ের গান শোনালের সং
টিম ইন্ডিয়ার যাবতীয় আশায় জল ঢেলে দিল সিঙ্গাপুরের ফুটবলার সং উই-ইয়ং। প্রথমার্ধের একেবারে শেষ বেলাতেই (৪৪ মিনিট) সিঙ্গাপুরের হয়ে সমতা ফিরিয়েছিলেন সং। আর দ্বিতীয়ার্ধের (৫৮ মিনিট) খেলা শুরু হতে না হতেই এগিয়ে দিলেন নিজের দলকে।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-3-2025-10-14-22-31-15.jpg)
ভারতের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট
বর্তমানে টিম ইন্ডিয়া চার ম্যাচ থেকে মাত্র দু পয়েন্ট সংগ্রহ করেছে। এই পরিস্থিতিতে আগামী রাউন্ডে যাওয়ার কোন সুযোগই আর ভারতের কাছে থাকছে না। যদিও সামান্য একটা সুযোগ এনে দিতে পারে হংকং। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে বাকি প্রত্যেকটা ম্যাচেই জয়লাভ করতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/khalid-jamil-3-2025-10-14-22-31-15.jpg)
নজর থাকবে হংকংয়ের উপরেও
সেইসঙ্গে হংকং যাতে পয়েন্ট হারায় সেদিকেও থাকবে খালিদ জামিলের নজর। হংকং এর কাছে আর তিনটে ম্যাচ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে হংকং যদি তিনটে ম্যাচের মধ্যে দুটোই হেরে যায়, তাহলেই টিম ইন্ডিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী মার্চ মাসে হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতকে কমপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করতে হবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/14/indian-football-4-2025-10-14-22-31-15.jpg)
খালিদ জামিলের কোচিংয়ে আদৌ পরিবর্তন হল কি?
ভারতীয় ফুটবল দলের দায়িত্ব খালিদ জামিল গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যে আহামরি পরিবর্তন হয়েছে, এমন কথা কিন্তু বলা যায় না। হতে পারে কাফা নিশানস কাপে ভারত ওমানকে পেনাল্টি শুট আউটে হারিয়েছিল এবং তৃতীয় স্থান অর্জন করেছিল কিন্তু তারপর থেকে সেই পুরনো গল্পেরই পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে। গত সপ্তাহেই সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচটি কোনওক্রমে ড্র করলেও, ফিরতি লেগে আর পরাজয় বাঁচানো সম্ভব হল না।