/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-4-2025-09-08-17-55-54.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-2025-09-08-17-55-54.jpg)
হকি এশিয়া কাপ
Indian Hockey Team: ২০২৫ মহিলা হকি এশিয়া কাপের (Hockey Asia Cup 2025) আসর চিনে বসেছে। এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ভারতের মেয়েরা যথেষ্ট নজর কেড়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-1-2025-09-08-17-55-54.jpg)
ভারত বনাম সিঙ্গাপুর
সোমবার (৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা হকি দল। এই ম্য়াচে কার্যত দুরমুশ হয়ে যায় সিঙ্গাপুর। টিম ইন্ডিয়া ১২-০ গোলে এই ম্যাচে জয়লাভ করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-2-2025-09-08-17-55-54.jpg)
হ্যাটট্রিক নবনীত এবং মুমতাজের
ভারতের হয়ে তিনটে করে গোল করেন নবনীত এবং মুমতাজ। এই জয়ের পাশাপাশি ভারতীয় মহিলা হকি দল টুর্নামেন্টের সুপার ফোর পর্বে নাম লিখিয়ে ফেলল।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-3-2025-09-08-17-55-54.jpg)
প্রথম কোয়ার্টারের দাপট
প্রথম কোয়ার্টারেই টিম ইন্ডিয়া চালকের আসনে বসে পড়েছিল। প্রথম ১৫ মিনিটের মধ্যে টিম ইন্ডিয়া ৪ গোল করে ফেলে। দ্বিতীয় মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটি করেন মুমতাজ।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-5-2025-09-08-17-55-54.jpg)
বাকি ৩ কোয়ার্টারে ভারতের পারফরম্য়ান্স
দ্বিতীয় কোয়ার্টারে আরও তিনটে গোল করে ভারত। তৃতীয় কোয়ার্টারে চারটে এবং চতুর্থ তথা অন্তিম কোয়ার্টারে তারা একটা গোল করে।
/indian-express-bangla/media/media_files/2025/09/08/india-vs-singapore-6-2025-09-08-17-55-54.jpg)
অপরাজেয় টিম ইন্ডিয়া
এই টুর্নামেন্টে ভারত প্রথম ম্য়াচে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া ১১-০ গোলে জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচে জাপানের বিরুদ্ধে তারা ২-২ গোলে ড্র করে।