/indian-express-bangla/media/media_files/2025/10/01/india-vs-west-indies-2-2025-10-01-21-50-07.jpg)
শুভমান গিল এবং রস্টন চেজ
/indian-express-bangla/media/media_files/2025/10/01/india-vs-west-indies-1-2025-10-01-21-50-07.jpg)
শুরু হচ্ছে টেস্ট সিরিজ
টি-২০ ক্রিকেটের ধুম-ধামাকার পর ফের টেস্ট ক্রিকেট খেলতে নামছে টিম ইন্ডিয়া। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। সবথেকে বড় কথা, শুভমান গিল এই প্রথমবার দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলতে নামবেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/shubman-gill-8-2025-10-01-21-50-07.jpg)
শুভমানের কাঁধে বড় দায়িত্ব
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন এই টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের কাঁধে একটা বড় দায়িত্ব রয়েছে। আসলে, গত ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটাও টেস্ট সিরিজ হারেনি। সম্প্রতি শুভমানের ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ডের মাটিতেও টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/indian-cricket-team-24-2025-10-01-21-50-07.jpg)
গত ২৩ বছর ধরে অপরাজিত টিম ইন্ডিয়া
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল ২০০২ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ হেরেছিল। এরপর থেকে হোম সিরিজ হোক কিংবা অ্যাওয়ে, টিম ইন্ডিয়াকে কখনই লাল বলের সিরিজে ক্যারিবিয়ান ব্রিগেড হারাতে পারেনি।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/west-indies-cricket-team-2025-10-01-21-50-07.jpg)
৪২ বছর আগে শেষবার জিতেছিল ক্যারিবিয়ানরা
অন্যদিকে, ভারতের মাটিতে আবার ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ সালে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল। অর্থাৎ গত ৪২ বছর ধরে ভারতের মাটিতে ক্যারিবিয়ানরা একটাও টেস্ট সিরিজ জিততে পারেননি। এবার টিম ইন্ডিয়া এই রেকর্ড অক্ষুণ্ণ রাখতেই মাঠে নামবে।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/mohammed-siraj-4-2025-10-01-21-50-07.jpg)
দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ইংল্যান্ডের মাটিতে বল হাতে কার্যত আগুন ঝরিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই সিরিজে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। অন্যদিকে, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে ধামাকা করেছিলেন। গত একবছর ধরেই যশস্বী দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন।
/indian-express-bangla/media/media_files/2025/10/01/team-india-3-2025-10-01-21-50-07.jpg)
ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা
অন্যদিকে, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছিলেন কেএল রাহুল। অধিনায়ক গিল নিজে লা-জবাব ফর্মে রয়েছেন। স্পিন বিভাগে ভেলকি দেখাচ্ছেন কুলদীপ যাদব। অন্যদিকে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের জুটি ক্যারিবিয়ান ব্যাটারদের যথেষ্ট সমস্যায় ফেলতে পারে। রস্টন চেজের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বর্তমানে অবশ্য খুব একটা ভাল ফর্মে নেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us