/indian-express-bangla/media/media_files/2025/08/18/shubman-gill-9-2025-08-18-17-07-11.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/18/harshit-rana-2025-08-18-17-07-11.jpg)
শুরুর কথা
Indian Cricket Team: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য টিম ইন্ডিয়া কেমন দল নির্বাচন করবে, সেদিকেই আপাতত সকলের নজর রয়েছে। ইতিমধ্যে রাতের ঘুম উড়েছে নির্বাচন কমিটির। এশিয়া কাপের আসন সীমিত হওয়ার কারণে ইতিমধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে ক্রিকেটারদের।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/team-india-2025-08-18-17-07-11.jpg)
বাদের খাতায় ৭ ক্রিকেটার
শোনা যাচ্ছে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাকি এই স্কোয়াডে না'ও ঠাঁই পেতে পারেন। আর এই তালিকায় নাম রয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলেরও (Shubman Gill)! তবে শুধুমাত্র শুভমান একা নন, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট সাতজন ভারতীয় ক্রিকেটারের ভাগ্য নিয়ে যথেষ্ট সংশয় দেখা যাচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/shubman-gill-10-2025-08-18-17-07-11.jpg)
শুভমান গিল
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল আসন্ন এশিয়া কাপে সুযোগ পাবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। কারণ টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে তাঁর জায়গা হচ্ছে না। পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবেও যশস্বী জয়সওয়ালের পরিসংখ্যান অনেকটাই ভাল। তিন নম্বরের লড়াইয়েও তিলক বর্মা শুভমানের থেকে এগিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে শুভমান গিল হয়ত এশিয়া কাপে না'ও খেলতে পারেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/siraj-2025-08-18-17-07-11.jpg)
মহম্মদ সিরাজ
সম্প্রতি ইংল্যান্ড সফর সেরে ভারতে ফিরেছেন টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ সিরাজ। শোনা যাচ্ছিল, তাঁর নাম হয়ত এই স্কোয়াডে রাখা হতে পারে। কিন্তু, এবার নাকি টিম ম্য়ানেজমেন্ট তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে। এশিয়ার কাপের ঠিক পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের সিরিজ খেলবে ভারত। আর সিরাজ টিম ইন্ডিয়ার হয়ে লাগাতার ক্রিকেট খেলেই যাচ্ছেন। এই পরিস্থিতিতে বিশ্রাম তাঁর অত্যন্ত প্রয়োজন।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/mohammed-siraj-2-2025-08-18-17-07-11.jpg)
মহম্মদ সামি
টিম ইন্ডিয়ার জোরে বোলার মহম্মদ সামিকে এশিয়া কাপ স্কোয়াডে সুযোগ দেওয়া হতে পারে, এমন কোনও সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষবার টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন। আপাতত টিম ম্য়ানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের উপরেই ভরসা রাখছে। এই পরিস্থিতিতে সামির সুযোগ পাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/rinku-singh-2025-08-18-17-07-11.jpg)
রিঙ্কু সিং
টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার ফিনিশার হিসেবে রিঙ্কু সিংয়ের যথেষ্ট নামডাক রয়েছে। কিন্তু, সেই রিঙ্কুর আপাতত ভারতীয় ক্রিকেট দলে ঢোকার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিগত কয়েকটা সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে তেমন পারফরম্য়ান্স করতে পারেননি। আর সেকারণে এশিয়া কাপের দৌড় থেকেও তিনি ক্রমশ পিছিয়ে পড়ছেন। উল্লেখ্য, টিম ইন্ডিয়ার হয়ে ৩৩ ম্য়াচের ২৫ ইনিংসে ৫৪৬ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৪২.০০।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/prasidh-krishna-2025-08-18-17-07-11.jpg)
প্রসিদ্ধ কৃষ্ণা
ভারতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারি প্রসিদ্ধ কৃষ্ণার জন্যও এই মুহূর্তে টি-২০ স্কোয়াডে সুযোগ পাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে। টিম ইন্ডিয়ায় আগে থেকেই ৩ জোরে বোলার রয়েছে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা ছাড়া আর কোনও পেস বোলারকে নেওয়া হবে না বলেই আশা করা হতে পারে।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/shreyas-iyer-2025-08-18-17-07-11.jpg)
শ্রেয়স আইয়ার
আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট বিধ্বংসী পারফরম্যান্সের পর শ্রেয়স আইয়ার আপাতত টিম ইন্ডিয়ার টি-২০ ফরম্য়াটে প্রত্যাবর্তন করতে চাইছেন। কিন্তু, তাঁর অপেক্ষার প্রহর অনেকটাই দীর্ঘায়িত হচ্ছে। ২০২৪ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ট্রফি জয় করেছিলেন। চলতি বছর পঞ্জাব কিংসকে ফাইনালেও তোলেন তিনি। কিন্তু, এরপরও এশিয়া কাপে তিনি হয়ত টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পাবেন না।
/indian-express-bangla/media/media_files/2025/08/18/washington-sundar-2025-08-18-17-07-11.jpg)
ওয়াশিংটন সুন্দর
এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি রয়েছে। পাশপাশি টিম ইন্ডিয়ার এই তরুণ ব্রিগেডে এমন বেশ কয়েকজন ব্যাটার রয়েছেন যাঁরা পার্ট টাইম বোলার হিসেবে কাজ চালাতে পারেন। এই পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরের জায়গা হবে না বলে আশা করা যেতেই পারে। টিম ইন্ডিয়ার হয়ে তিনি ৫৪ টি-২০ ম্য়াচে মোট ৪৮ উইকেট শিকার করেছেন।