বিরিয়ানির জন্য যুদ্ধ! জানেন কী ভারতীয় ক্রিকেটাররা চেটেপুটে কী খান
সুশি একধরনের জাপানি খাবার। ভিনিগার, ভাত, সামুদ্রিক মাছ, সবজি ও ফল দিয়ে তা তৈরি করা হয়। এটি জাপানে দারুণ জনপ্রিয়। বাদামি বা সাদা ভাত দিয়ে সুশি তৈরি করা হয়।
ইরফান পাঠান-
দম-বিরিয়ানি এক নিঃশ্বাসে খেয়ে নেন ইরফান পাঠান।
রাহুল দ্রাবিড়-
বাড়ির তৈরি যেকোনও খাবার পছন্দ করেন মিস্টার ওয়াল। তবে কড়া ডায়েটের বাইরে বাটার-ক্র্যাব পছন্দ করেন।
মহেন্দ্র সিং ধোনি-
বিরিয়ানির জন্য একটা ‘ট্রয়’-এর যুদ্ধ বাধিয়ে ফেলেছিলেন ধোনি। ঘটনাটা অবশ্য আগের। বিরিয়ানি নিয়ে মাহির সঙ্গে লেগে গিয়েছিল হোটেল কর্তৃপক্ষের। ধোনির পছন্দ হায়দরাবাদি বিরিয়ানি। পছন্দের সেই বিরিয়ানি না-পেয়ে টিম হোটেল ছাড়েন রাঁচির রাজপুত্র। ঘটনাটা ঘটেছিল আইপিএলের সময়।
রবিচন্দ্রন অশ্বিন-
রবিচন্দ্রন অশ্বিন নিরামিষাশী। ডাল-রুটি পেলে অশ্বিনের আর কিছুই দরকার নেই। আর সেই সঙ্গে যদি পনির-ক্যাপসিকাম পাওয়া যায়, তা হলে তো তিনি হাতে স্বর্গ পাবেন। মায়ের হাতের তৈরি পনির-ক্যাপসিকাম চেটেপুটে খান ভারতের এই অফস্পিনার।
রোহিত শর্মা-
আলু পরাঠা মুম্বইকরের প্রিয় খাবার।
বিরাট কোহলি-
বিরাট কোহলির পছন্দ সুশি। সুশি একধরনের জাপানি খাবার। ভিনিগার, ভাত, সামুদ্রিক মাছ, সবজি ও ফল দিয়ে তা তৈরি করা হয়। এটি জাপানে দারুণ জনপ্রিয়। বাদামি বা সাদা ভাত দিয়ে সুশি তৈরি করা হয়। একধরনের সামুদ্রিক মাছও দেওয়া হয় যা সাধারণত কাঁচা অবস্থায় থাকে। এহেন সুশি খুব পছন্দ বিরাট কোহলির।
শচীন তেন্ডুলকর-
একাধিক খাবার শচীন পছন্দ করেন। এর মধ্য়ে উল্লেখযোগ্য কিমা পরাঠা, প্রণ মশালা, লসসি, সুশি এবং সাশিমি।
সৌরভ গঙ্গোপাধ্যায়-
বিরিয়ানি ব্যাপক পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এ তো সবারই জানা। পাশাপাশি বাঙালি খাবার যেমন আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি চেটেপুটে খান মহারাজ।
সুরেশ রায়না-
কাবাবের দারুণ ভক্ত রায়না।
বীরেন্দ্র শেওয়াগ-
বিরিয়ানি এতটাই পছন্দ করেন যে ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর বন্ধু-বান্ধব ও সতীর্থদের নিয়ে বিরিয়ানিতে ডুবে গিয়েছিলেন।
যুবরাজ সিংহ-
ডায়েট কন্ট্রোলের ধার ধারেন না যুবরাজ সিংহ। কন্টিনেন্টাল ডিশ পছন্দ পঞ্জাবতনয়ের। তবে চাইনিজ ফুড খান না যুবি। মটর-পনির যুবির পছন্দের তালিকায় একনম্বরে।