/indian-express-bangla/media/media_files/2025/08/25/pujara-3-2025-08-25-18-36-00.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/25/pujara-2-2025-08-25-18-36-00.jpg)
চেতেশ্বর পূজারার অবসর
Cheteshwar Pujara: ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) বর্তমানে একটা টালমাটাল পরিস্থিতি চলছে। গত রবিবার (২৪ অগাস্ট) টিম ইন্ডিয়ার টেস্ট ফরম্যাট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা ক্রিকেটের যাবতীয় ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/pujara-1-2025-08-25-18-36-00.jpg)
নিজেই করলেন ঘোষণা
গত ২ বছর ধরে চেতেশ্বর পূজারা ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের সুযোগ খুঁজছিলেন। শেষপর্যন্ত সুযোগ না মেলায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নিজেই অবসরের ব্যাপারে ঘোষণা করলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/pujara-2025-08-25-18-36-00.jpg)
টেস্ট ক্রিকেটে রান
৩৭ বছর বয়সি পূজারা টিম ইন্ডিয়ার হয়ে মোট ১০৩ টেস্ট এবং ৫ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে ১৭৬ ইনিংসে তিনি মোট ৭,১৯৫ রান করেছেন। এরমধ্যে ১৯ শতরান এবং ৩৫ হাফসেঞ্চুরি রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/cricket-field-2025-08-25-18-36-00.jpg)
রথী-মহারথীরা নিয়েছেন অবসর
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ৮ মাসের মধ্যে টিম ইন্ডিয়ার মোট চারজন মহারথী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই সিদ্ধান্ত যথেষ্টই বিস্মিত করেছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/rohit-and-virat-1-2025-08-25-18-36-00.jpg)
রোহিত এবং বিরাট
পূজারার আগে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/rohit-and-virat-2025-08-25-18-36-00.jpg)
টি-২০ থেকে অবসর নিয়েছেন আগেই
গত বছর ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এই সাফল্যের পরই রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন। আপাতত তাঁরা ওয়ানডে ক্রিকেটই খেলবেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ashwin-1-2025-08-25-18-36-00.jpg)
অশ্বিনও নিয়েছেন অবসর
চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং রোহিত শর্মার আগে রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। গত বছর অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/25/ashwin-2025-08-25-18-36-00.jpg)
অবসরের কারণ
ওই সময় অবসরের কারণও সমর্থকদের সঙ্গে শেয়ার করে নেন অশ্বিন। তিনি জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে লাগাতার সুযোগ না পাওয়ার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।