New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/KKR_main.jpg)
দলের ক্রিকেটারদের সঙ্গে শাহরুখ খান (আইপিএল ওয়েবসাইট)
আইপিএল নিলামে মোটা অঙ্কের (৩৫.৬৫ কোটি) অর্থ নিয়ে নেমেছিল কেকেআর। এই কারণে নিজেদের পছন্দের ক্রিকেটারের জন্য খরচ করতে কার্পণ্য করেনি শাহরুখের টিম। যদিও বাজেটের অধিকাংশ অর্থই খরচ হয়ে গিয়েছে প্যাট কামিন্সের জন্য ১৫.৫ কোটি টাকা খরচ করায়। আগের দুই মরশুমে নাগারকোটি ও শিবম মাভি-র সার্ভিস সেভাবে না পাওয়ায় এবার কেকেআর বোলিং আক্রমণে শক্তি বাড়াতে চেয়েছিল। দীনেশ কার্তিক (রিটেনড)- ৭ কোটি ৪০ লক্ষ টাকা আন্দ্রে রাসেল (রিটেনড)- সাড়ে ৮ কোটি টাকা ইওন মর্গ্য়ান (নতুন ক্রয়)- ৫ কোটি ২৫ লক্ষ টাকা হ্যারি গার্নি (রিটেনড)- ৭৫ লক্ষ টাকা কমলেশ নাগারকোটি (রিটেনড)- ৩ কোটি ২০ লক্ষ টাকা কুলদীপ যাদব (রিটেনড)- ৫ কোটি ৮০ লক্ষ টাকা লকি ফার্গুসন (রিটেনড)- ১ কোটি ৬০ লক্ষ টাকা এম সিদ্ধার্থ (নতুন ক্রয়)- ২০ লক্ষ টাকা নিখিল নায়েক (নতুন ক্রয়)- ২০ লক্ষ টাকা নীতিশ রানা (রিটেনড)- ৩ কোটি ৪০ লক্ষ টাকা প্যাট কামিন্স (নতুন ক্রয়)- ১৫ কোটি ৫০ লক্ষ টাকা প্রসিদ্ধ কৃষ্ণ (রিটেনড)- ২০ লক্ষ টাকা প্রবীণ তাম্বে রাহুল ত্রিপাঠী (নতুন ক্রয়)- ৬০ লক্ষ টাকা রিঙ্কু সিং (রিটেনড)- ৮০ লক্ষ টাকা সন্দীপ ওয়ারিয়র (রিটেনড)- ২০ লক্ষ টাকা শুবমান গিল (রিটেনড)- ১ কোটি ৮০ লক্ষ টাকা শিবম মাভি (রিটেনড)- ৩ কোটি টাকা সিদ্ধেশ লাড (ট্রেডেড)- ২০ লক্ষ টাকা সুনীল নারায়ণ (রিটেনড)- ১২ কোটি ৫০ লক্ষ টাকা টম বান্টন (নতুন ক্রয়)- বিগ ব্যাশ লিগে কিছুদিন আগেই ১৬ বলে হাফসেঞ্চুরি হাকিয়েছিলেন বান্টন। ১ কোটি টাকা দিয়ে কেনা তারকার কাছ থেকে কেকেআর এই ফর্ম আশা করবেন আসন্ন আইপিএলে। বরুণ চক্রবর্তী (নতুন ক্রয়)- পীযূষ চাওলাকে ছেড়ে দেওয়ায় একজন কোয়ালিটি স্পিনারের প্রয়োজন ছিল। বরুণ চক্রবর্তীকে ৪ কোটি টাকা দিয়ে কিনেছে পীযূষ চাওলার বদলি হিসেবেই।