/indian-express-bangla/media/media_files/2025/06/03/hRcDqQbzJSFvFHVpdREf.jpg)
গত বছর আইপিএল ট্রফি জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স
/indian-express-bangla/media/media_files/2025/06/03/xgCbo3YXZybdexz5nyfy.jpg)
আইপিএল ফাইনালে জিতবে কে?
গত কয়েক সপ্তাহ ধরে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট বিনোদনের একমাত্র উপায় হয়ে উঠেছিল। আপাতত টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচের জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফাইনাল ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/9Iiyx2R1ZvrfvnPVjTe6.jpg)
বেঙ্গালুরু বনাম পঞ্জাব
এবারের আইপিএল ফাইনালে যে দুটো দল খেলতে নামবে, তারা এর আগে কখনও ট্রফি জিততে পারেনি। একদিকে আরসিবি ৯ বছর পর ফাইনালে উঠতে পেরেছে। অন্যদিকে, পঞ্জাব কিংসের এতদুর আসতে ১১ বছর সময় লেগে গেল। অর্থাৎ, দুটো দলের মধ্যেই 'কাঁটে কী টক্কর' দেখতে পাওয়া যাবে।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/X6VcDyWtNKbURiIQ4YWm.jpg)
বেঙ্গালুরুর বিরুদ্ধে বদলা নিতে চায় পঞ্জাব
এবারের টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ার ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছিল পঞ্জাব কিংস। এরপর তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। এই ম্য়াচে অধিনায়ক শ্রেয়স আইয়ার দুর্দান্ত ব্যাট করে দলকে ফাইনালে তোলেন।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/zScC10SY1av9PkoPhBlD.jpg)
ট্রফি নিয়ে কৌতূহল
এই টুর্নামেন্টে বিজয়ী দলের পাশাপাশি ঝকঝকে আইপিএল ট্রফি নিয়েও ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট কৌতূহল রয়েছে। এই ট্রফির দাম থেকে ডিজাইন পর্যন্ত সবকিছু গুগলে সার্চ করা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/jMa6ozkAeaZzjJxTH3P1.jpg)
কী লেখা থাকে ট্রফির উপরে?
আজ আমরা আপনাদের জানাব যে আইপিএল ট্রফির উপরে কী লেখা থাকে। এই ঝলঝকে ট্রফির উপরে সংস্কৃত ভাষায় একটি লাইন লেখা থাকে। এই ব্যাপারটি আমাদের অনেকের কাছেই অজানা।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/Ykbx770rKgTZXBLdtCZc.jpg)
তরুণ প্রতিভাদের জন্য মঞ্চ
আইপিএল ট্রফির উপরে সংস্কৃত ভাষায় লেখা থাকে - 'যত্র প্রতিভা অবসর প্রপ্নৌতি'... এর বাংলায় অর্থ হল - 'যেখানে প্রতিভা সুযোগ প্রাপ্তিলাভ করে।' অর্থাৎ আইপিএল টুর্নামেন্ট এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া হয়।
/indian-express-bangla/media/media_files/2025/06/03/xW58fc2gV3E8XSc4qvgE.jpg)
আইপিএল ট্রফি কি আদৌ সোনার?
আইপিএল ট্রফির সৌন্দর্য্য বাড়ানোর জন্য এটাকে সোনার জলে মুড়ে দেওয়া হয়ে। সেইসঙ্গে খোদাই করে দেওয়া হয় বিজয়ী দলের নামও।