/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-8-2025-09-02-14-36-12.jpg)
ইশান্ত শর্মা এবং বিরাট কোহলি
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-5-2025-09-02-14-36-12.jpg)
পেস বোলিংয়ের নবজাগরণ
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটে গত ৮-১০ বছরের মধ্যে পেস বোলিংয়ের এক নবজাগরণ দেখতে পাওয়া গিয়েছে। এই তালিকায় সবথেকে বেশি সাফল্য অর্জন করেছেন জসপ্রীত বুমরাহ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বুমরাহ আসতেই টিম ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হয়ে ওঠে।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-2025-09-02-14-36-12.jpg)
শুভ জন্মদিন ইশান্ত
তবে বুমরাহ এবং মহম্মদ সামির মতো তারকা পেস বোলারদের পাশাপাশি আরও এক পেস বোলার ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন। তিনি ইশান্ত শর্মা। টিম ইন্ডিয়ার এই দীর্ঘকায় পেস বোলার আন্তর্জাতিক ক্রিকেটে ধামাকাদার এন্ট্রি করেছিলেন। বেশ কয়েক বছর তিনি পেস বোলারদের ত্রাসও হয়ে উঠেছিলেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইশান্ত ৩৭ বছর বয়সে পা দিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-2-2025-09-02-14-36-12.jpg)
ছোটবেলার বন্ধু
ইশান্ত শর্মা এবং বিরাট কোহলি একেবারে ছোটবেলার বন্ধু। দিল্লির হয়ে তাঁরা একসঙ্গেই ক্রিকেট খেলতেন। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ইশান্ত জানিয়েছেন, টিম ইন্ডিয়ায় যখন তাঁর অভিষেক হয়েছিল, সেই খবরটা বিরাট কোহলিই তাঁকে দেন। এরপর ভারতের এই দুই ক্রিকেটার একসঙ্গে একাধিক ম্য়াচ খেলছেন। জিতিয়েছেন টিম ইন্ডিয়াকে।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-3-2025-09-02-14-36-12.jpg)
স্মৃতি রোমন্থন ইশান্তের
সম্প্রতি একটি ইন্টারভিউয়ে ইশান্ত শর্মা তাঁর কেরিয়ার শুরুর স্মৃতি রোমন্থন করছিলেন। সেইসময় তিনি বলেন, 'টিম ইন্ডিয়ার স্কোয়াডে যখন আমার নাম প্রথমবার এল, সেইসময় আমি বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম। এমন সময় বিরাট আচমকা ঘরের মধ্যে ঢোকে। আমাকে কষিয়ে একটা লাথি মেরে বলে, দ্যাখ ভাই তোর নাম সিলেক্ট হয়ে গিয়েছে। এবার তুই টিম ইন্ডিয়ার হয়ে খেলবি।' তবে বিরাটের কথা প্রথমে বিশ্বাস করতে চাননি ইশান্ত। তিনি পাশ ফিরে আবারও শুয়ে পড়েন।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-1-2025-09-02-14-36-12.jpg)
একসঙ্গে শুরু ক্রিকেট কেরিয়ার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলির আগেই ইশান্ত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। দিল্লির হয়ে অনূর্ধ্ব-১৭ দল থেকে টিম ইন্ডিয়া পর্যন্ত বিরাট এবং ইশান্ত দীর্ঘ যাত্রাপথে এগিয়েছেন। গোটা বিশ্বের কাছে বিরাট ক্রিকেট মহারথী হলেও, ইশান্তের কাছে আজও তিনি 'চিকু' রয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-6-2025-09-02-14-36-12.jpg)
বিরাট-ইশান্তের বন্ধুত্ব
ইশান্ত আরও যোগ করেন, 'আমি আজও বিশ্বাস করি, বিরাট গোটা ক্রিকেট বিশ্বের কাছে তারকা হতে পারে। কিন্তু, আমার সঙ্গে ওর সম্পর্কটা একেবারেই আলাদা। আমরা অনূর্ধ্ব-১৭ থেকে একসঙ্গে খেলেছি। ও আমার ছোটবেলার বন্ধু।'
/indian-express-bangla/media/media_files/2025/09/02/virat-kohli-and-ishant-sharma-4-2025-09-02-14-36-12.jpg)
পুরনো স্মৃতি শেয়ার ইশান্তের
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'যখন আমরা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতাম, তখন আমরা প্রতিদিন দেখতাম যে আমাদের কাছে কত টাকা রয়েছে। আমরা একসঙ্গে খাবার খেতাম। অনূর্ধ্ব-১৯ দলে আমরা যখন একসঙ্গে খেলতে যেতাম, তখন প্রতিদিন ট্রাভেলিং অ্যালাওয়েন্স বাঁচানোর চেষ্টা করতাম। সেকারণেই বিরাট অন্যদের থেকে একেবারেই আলাদা। অন্তত আমার কাছে আলাদা।'