ISL: East Bengal vs Punjab FC: আইএসএলে পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
ISL: East Bengal vs Punjab FC Match: ম্যাচের ১৫ মিনিটে গোল করেন দিমিত্রিস ডায়ামান্টাকোস। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান নওরেম মহেশ সিং। ৫৪ মিনিটে গোল দেন লালচুংনুঙ্গা। ৬২ মিনিটের মাথায় গোল দেন এজেকিয়েল ভিদাল।
East Bengal vs Punjab FC: আইএসএলে ইস্টবেঙ্গল হারাল পঞ্জাব এফসিকে। (ছবি- ফেসবুক)
1/6
খেলা হয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে
পঞ্জাব এফসির ঘরের মাঠ বলে পরিচিত দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলে শনিবার ৩-১ গোলে জিতল কলকাতার ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের ১৫ মিনিটে গোল করেন দিমিত্রিস ডায়ামান্টাকোস। ম্যাচের ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান নওরেম মহেশ সিং। ম্যাচের ৫৪ মিনিটে ফের গোল করেন লালচুংনুঙ্গা। পঞ্জাব এফসির হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় একমাত্র গোলটি দেন এজেকিয়েল ভিদাল।
2/6
ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার ৯ ম্যাচ পরে গোল পেলেন
ইস্টবেঙ্গলের প্রথম গোলে দিমিত্রিসকে সাহায্য করেছেন লালচুংনুঙ্গা। তাঁর হেড পঞ্জাব এফসির এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় দিমিত্রিসের পায়ে। দিমিত্রিস সেটা বাম দিক থেকে ঢুকে নিয়ে গিয়ে গোল লক্ষ্য করে শট নেন। পঞ্জাব এফসির গোলকিপার রবি কুমারের দু'পায়ের ফাঁক দিয়ে বল গোলে ঢুকে যায়।
3/6
দিমিত্রিস আরেকবার হেড করলেও তা বারে লেগে ফিরে আসে
এদিনের গোলের পর ৯ ম্যাচ পরে গোল পেলেন ইস্টবেঙ্গলের গ্রিক স্টাইকার। তবে, এরপরও এদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু, গোল করতে পারেননি। পিভি বিষ্ণুর পাস ধরে মেসি বাউলি ক্রস করেছিলেন। সেটায় দিমিত্রিস হেড করলে তা বারে লেগে ফিরে আসে। না-হলে ইস্টবেঙ্গলের ব্যবধান আরও বাড়ত।
Advertisment
4/6
ব্যবধান বাড়ান মহেশ
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ইস্টবেঙ্গলের হয়ে গোল বাড়ান, ২৯ নম্বর জার্সির নওরেম মহেশ সিং। এবার মেসি বাউলির ক্রস থেকে বিষ্ণু শট নিলে তা পঞ্জাবের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। সেই ফিরতি বলেই শট নিয়ে গোল করেন মহেশ।
5/6
পঞ্জাবের ডিফেন্স ছিল ছন্নছাড়া
মহামেডান ম্যাচের মত মহেশের এদিনের গোলটাও ছিল দেখার মত। এরপর ৪-২-৩-১ ছকে খেলা ছন্নছাড়া পঞ্জাবের ডিফেন্স ভেঙে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গা হাফ টার্নে শট নিয়ে গোল করে যান।
6/6
একটা হেড বাঁচান ইস্টবেঙ্গলের গোলরক্ষক
তার মধ্যেই পঞ্জাবের পরিবর্ত খেলোয়াড় লুকা মাজসেনের হেড অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আটকান ইস্টবেঙ্গলের গোলরক্ষক পিএল গিল। তবে, এজেকিয়েল ভিদালের জোরালো শট তিনি আটকাতে পারেননি। এটাই ম্যাচে পঞ্জাবের একমাত্র সান্ত্বনা।