/indian-express-bangla/media/media_files/2025/03/01/ckkO0WzyIDE7NmK8x0eX.jpeg)
Mohun Bagan & Mumbai City match: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি ম্যাচের দৃশ্য। (ছবি- মোহনবাগান সুপার জায়ান্ট)
/indian-express-bangla/media/media_files/2025/03/01/hT132BY3sMZk6yGLQjaK.jpeg)
মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ রেজাল্ট
আইএসএলে আজ ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ২-২ গোলে ড্র করল মুম্বই সিটি ফুটবল ক্লাব। মোহনবাগানের হয়ে গোল করেছেন জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেট্রোতস। আর, মুম্বই সিটির হয়ে গোল করেছেন জন তোরাল ও নাথান রডরিগেজ। ম্যাচে দীর্ঘসময় মুম্বই সিটিকে দশজনে খেলতে হয়েছে। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় লালকার্ড দেখে বাইরে চলে যান তাদের বিক্রম প্রতাপ সিং।
/indian-express-bangla/media/media_files/2025/03/01/5yqaLAzlBm82xs3Jjf9B.jpg)
মোহনবাগান-মুম্বই সিটি ড্র
এদিনের ম্যাচে মোহনবাগানের চেয়েও বেশি আগ্রাসী ছিল মুম্বই। মোহনবাগান ইতিমধ্যে চলতি লিগ-শিল্ড জিতে গিয়েছে। স্বভাবতই তাদের খিদে কম ছিল। এখন তাদের কাছে শুধুই পয়েন্ট বাড়ানোর খেলা। অন্যদিকে মুম্বই সিটি রয়েছে তালিকার পঞ্চম স্থানে। তাদের হাতে এখনও দুটো ম্যাচ আছে। আজকের পর ২২ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াল ৩৩। অন্যদিকে মোহনবাগান ড্র করেও এদিন তাদের ১ পয়েন্ট বাড়িয়ে নিল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট দাড়াল ৫৩।
/indian-express-bangla/media/media_files/2025/03/01/PxuOQsK5VKmYTBJgjXGS.jpg)
মুম্বই ফুটবল অ্যারেনায় মেরিনার্সরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছিলেন
মুম্বই ফুটবল অ্যারেনায় মেরিনার্সরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছিলেন ভারতের চ্যাম্পিয়ন মোহন বাগান এসজির ম্যাচ সরাসরি দেখতে। গ্যালারিতে বয়স্কদের পাশাপাশি যুবশ্রেণির উপস্থিতি ছিল দেখার মত। সংখ্যায় মোহনবাগান সমর্থকরা মুম্বইয়ের সঙ্গে প্রতিমুহূর্তে জোরকদমে রীতিমতো টক্কর দিয়ে গেল।
/indian-express-bangla/media/media_files/2025/03/01/oceWvkkLthgqWMHHBxSn.jpg)
মোহনবাগান প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল
ম্যাচে আক্রমণাত্মক বেশি হলেও এদিন প্রথম কাজের কাজটা করেছে মোহনবাগানই। সৌজন্যে জেমি ম্যাকলারেন। তিনি প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন। এরপর ব্যবধান বাড়ায় মোহনবাগান। হাফটাইমের একটু আগে, ম্যাচের ৪১ মিনিটের মাথায় গোল করেন দিমিত্রি পেট্রতোস। বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় গোল করে যান জন তোরাল। এরপর ম্যাচ শেষের ঠিক আগে ৮৯ মিনিটের মাথায় গোল শোধ করেন নাথান রডরিগেজ।
/indian-express-bangla/media/media_files/2025/03/01/gJLMFhMKTCqP6dKpcBf3.jpg)
মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত
মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত। তিনি ভারতীয় জাতীয় ক্লাবের অংশ হওয়ার জন্য জেমি ম্যাকলেনের মা-বাবাকে মাঠে স্বাগত জানান। মোহনবাগান কোচ এই ম্যাচে দল নামিয়েছিলেন ৪-২-৩-১ ছকে। ম্যাচে প্রচুর হলুদ কার্ড দেখেছে মোহনবাগান। দীপক টাংরি, শুভাশিস, আলদ্রেদ, অভিষেক সূর্যবংশী, দীপেন্দু বিশ্বাসরা হলুদ কার্ড দেখেছেন। মুম্বইয়ের হলুদ কার্ড দেখেছেন পরিবর্ত জয়েশ রানে, নিয়েফ।