এটিকে মোহনবাগান চলতি আইএসএলের দল বদলের সেরা চমক দিয়েছে পল পোগবার দাদা ফ্লোরেন্টিনকে সই করিয়ে। ফ্রান্সের মিডিয়ায় সচুইয়ের দল ছাড়ার কথা প্রকাশিত হওয়ার পরই আলোড়ন পড়ে যায় ভারতীয় ফুটবলে।
-
বিশ্বের অন্যতম সেরা তারকা হওয়া সত্ত্বেও পোগবা পরিবারে পল এখনও সর্বকনিষ্ঠ। ২৯ বছরের পলের থেকে ফ্লোরেন্টিন তিন বছরের বড়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ৩২ বছরে পা রাখবেন ফ্লোরেন্টিন। ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )
-
ফ্লোরেন্টিনরা আসলে জমজ। তাঁর জমজ ভাই ম্যাথিয়াসও ফুটবলার। স্পেন, ইংল্যান্ডের একাধিক ক্লাবে খেলেন ম্যাথিয়াস। অর্থাৎ তিন ভাই-ই পেশাদার ফুটবলার। ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )
-
ফ্লোরেন্টিন শৈশব থেকেই আর্সেনালের ভক্ত। ইপিএলে বেশ কয়েকবার (হ্যাল সিটি এবং সান্ডারল্যান্ডে) খেলার সম্ভবনা তৈরি হওয়ার পরে ফ্লোরেন্টিন জানিয়েছিলেন, “বাচ্চা থেকেই ইংল্যান্ডে খেলার স্বপ্ন ছিল। বেশ কয়েকবার খেলার সম্ভবনা তৈরি হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমি আর্সেনালের প্রবল সমর্থক।” ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )
-
তিন ভাই খেলেন সম্পূর্ণ আলাদা আলাদা পজিশনে। পল পোগবা যেমন তারকা মিডফিল্ডার। তেমন ম্যাথিয়াস আবার স্ট্রাইকার। আর এটিকে রক্ষণ মজবুত করার জন্য এবার সই করালো ফ্লোরেন্টিনকে। ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )
-
ফ্লোরেন্টিন এবং ম্যাথিয়াস দুই জমজ ভাইয়েরই পেশাদারি কেরিয়ার শুরু হয় স্পেনে সেল্টা ভিগোয়। ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )
-
পল পোগবা ফ্রান্সের জাতীয় দল বেছে নিলেও।নিজেদের শিকড় ভোলেননি ম্যাথিয়াস এবং ফ্লোরেন্টিন। দুজনেই গিনির জাতীয় দলের ফুটবলার। ( ছবি সৌজন্যে ফেসবুক, টুইটার )