/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-8-2025-08-31-12-05-11.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-2025-08-31-12-05-11.jpg)
শুভ জন্মদিন শ্রীনাথ
Javagal Srinath: ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) নিয়ে যখনই আলোচনা হোক না কেন, জাভাগল শ্রীনাথের প্রসঙ্গ অবশ্যম্ভাবীভাবে এসে পড়ে। টিম ইন্ডিয়ার এমন একজন মিডিয়াম পেসার, যিনি যে কোনও কঠিন পরিস্থিতিতে ত্রাতা হয়ে উঠতে পারতেন। ঘণ্টায় মোটামুটি ১৫০ কিলোমিটার গতিবেগে তাঁর বোলিং একটা সময় বিপক্ষ শিবিরের কাছে ত্রাস হয়ে উঠেছিল। আজ সেই শ্রীনাথের জন্মদিন। রবিবার (৩১ অগাস্ট) তিনি ৫৫ বছরে পা দিলেন। আসুন, টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেস বোলার সম্পর্কে ১০ অজানা তথ্য সম্পর্কে শুনে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-1-2025-08-31-12-05-11.jpg)
বহুমুখী প্রতিভা
জাভাগল শ্রীনাথ শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের একজন ফাস্ট বোলারই ছিলেন না। মাইসোরের একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অর্থাৎ, তিনি ইঞ্জিনিয়ারও ছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-2-2025-08-31-12-05-11.jpg)
স্বপ্নের রনজি ডেবিউ
১৯৮৯ সালে হায়দরাবাদের বিরুদ্ধে রনজি ট্রফিতে ডেবিউ করেছিলেন শ্রীনাথ। প্রথম ইনিংসেই হ্যাটট্রিক উইকেট শিকার করেছিলেন। এহতেসহামুদ্দিন আলি খান, এমভি রামামূর্তি এবং রাজেশ যাদবের উইকেট শিকার করেন। অভিষেক ইনিংসেই তিনি ৮৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-3-2025-08-31-12-05-11.jpg)
ভারতের বর্ষসেরা ক্রিকেটার
১৯৯১ সালে শ্রীনাথ ভারতের জাতীয় দলের হয়ে অভিষেক করেন। অভিষেকটা যথেষ্ট স্মরণীয় ছিল। ১৯৯২ সালে তাঁর হাতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-4-2025-08-31-12-05-11.jpg)
বিবাহিত জীবন
১৯৯৯ সালে তিনি জ্যোৎস্নাকে বিয়ে করেছিলেন। কিন্তু, পারস্পরিক সম্মতিতে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে ফের আবারও বিয়ে করেন শ্রীনাথ। স্ত্রী'র নাম মাধবী পত্রাবল্লী। তিনি পেশায় একজন সাংবাদিক।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-5-2025-08-31-12-05-11.jpg)
নজরকাড়া আন্তর্জাতিক ডেবিউ
১৯৯১-৯২ মরশুমে অস্ট্রেলিয়ার গাব্বায় ডেবিউ করেন জাভাগল শ্রীনাথ। নিজের বোলিং দক্ষতায় সবাইকে প্রভাবিত করেছিলেন। যে কোনও উইকেটেই তিনি অনায়াসে বাউন্স হাসিল করতেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-6-2025-08-31-12-05-11.jpg)
১৯৯৬ সালে অহমেদাবাদে আয়োজিত টেস্ট সিরিজ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ছিল। কার্যত একা হাতেই তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছিলেন। মাত্র ২১ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-7-2025-08-31-12-05-11.jpg)
ধ্বংস করেছিলেন পাকিস্তানকেও
১৯৯৯ সালে আয়োজিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধেও জ্বলে উঠেছিলেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে ওই ঐতিহাসিক ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ভারতীয় বোলিং ডিপার্টমেন্টকে শ্রীনাথ একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৩২ রান দিয়ে ১৩ উইকেট শিকার করেন। গোটা ক্রিকেট কেরিয়ারে শ্রীনাথ মাত্র একবারই ১০ উইকেট হল করেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-9-2025-08-31-12-05-11.jpg)
বিরল রেকর্ড
ওই ম্য়াচেই জাভাগল শ্রীনাথ একটি বিরল রেকর্ড কায়েম করেছিলেন। একটি টেস্ট ম্য়াচে ক্রিকেট বিশ্বের সেরা বোলিং পরিসংখ্যান (১৩২ রানের বিনিময়ে ১৩ উইকেট) কায়েম করেছিলেন। যদিও শেষপর্যন্ত ভারত ওই ম্যাচে হেরে গিয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/31/javagal-srinath-10-2025-08-31-12-05-11.jpg)
সৌরভের অনুরোধে ভেঙেছিলেন অবসর
২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের পরই শ্রীনাথ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়রক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে অনুরোধ করেছিলেন, অন্তত ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলাটা চালিয়ে যান তিনি। সৌরভের অনুরোধ ফেলতে পারেননি। এই সিদ্ধান্ত যথেষ্ট ফলপ্রসূ হয়। ২০০৩ বিশ্বকাপের আগে কিউয়িদের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছিল ভারত। ওই সিরিজে শ্রীনাথ ১৮ উইকেট শিকার করেন। ওই সময় কোনও দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।