New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Karun-Nair-with-girlfriend_main.jpg)
সাতপাকে বাঁধা পড়লেন করুন নায়ার ও সানায়া টাকারিওয়ালা (করুনের ইনস্টাগ্রাম)
জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তিনশো রান হাকিয়েছিলেন। সেই করুন নায়ার দীর্ঘদিনের বান্ধবী সানায়া টাকারিওয়ালকে বিয়ে করলেন উদয়পুরে। শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, অজিঙ্কা রাহানে, বরুণ অ্যারণদের মতো জাতীয় দলের তারকারাও সতীর্থের বিয়েতে হাজির হলেন। প্রত্যেকেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের ছবি আপলোড করেন। বিশ্বকাপের সময়ে বান্ধবীর সানায়া টাকারিওয়ালের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন করুন। করুন নায়ার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বান্ধবী সানায়া টাকারিওয়ালার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সেই সময়। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে কোনও এক রিসর্টে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাওয়া বইছে জোরে। আর বাহুলগ্না বান্ধবী তাঁকে চুম্বন করছেন। সেই ছবির ক্যাপশনেই লেখা, ‘শি সেড ইয়েস’, ‘হ্যাঁ বলেছে বান্ধবী’। বছর সাতাশের এই তারকা ডান হাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে রাজ্যস্তরে খেলেন কর্নাটকের হয়ে। গত কয়েক বছর ধরে তিনি একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলেছেন- আরসিবি, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। সেই বছরেরই নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সুযোগ পান। সেই সিরিজেরই শেষ টেস্টে ৩০০ করে আবির্ভাবেই চমকে দেন ক্রিকেট মহলকে। করুন নায়ারই বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি প্রথম শতরান ত্রিশতরানে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই নির্বাচকরা করুন নায়ারের পারফরম্যান্সে প্রভাবিত হননি। জাতীয় দলের জার্সিতে বর্তমানে তিনি বেশ অনিয়মিত। করুন নায়ারকে যখন টেস্টের স্কোয়াডে নিয়মিত ভাবা হচ্ছিল, সেই সময়েই বিপত্তি। পরের পাঁচ টেস্টে সুযোগ পেয়ে ৭১ রানের বেশি করতে পারেননি। ফলে বাদ পড়তে হয়। ঘরোয়া ক্রিকেটে অবশ্য করুন নায়ার নিজের ফর্ম ধরে রেখেছেন। ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচে করুন ১৪টি শতরান ও ২৫টি অর্ধশতরান সহ করেছেন ৫৪৪৬ রান।