-
জমজমাট কাতার। আর মাত্র কয়েকটা দিন। শুরু হবে বিশ্ব ফুটবলের আসর। চলবে নেইমার, মেসি, রোনাল্ডোদের দাপাদাপি। এবারই প্রথম বাঁশি হাতে সবুজ মাঠে খেলা পরিচালনা করতে দেখা যাবে তিন মহিলা রেফারিকে।
-
তিন মহিলা রেফারির মধ্যে সবচেয়ে বেশি চর্চায় জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ৩৬ বছর বয়সী ইয়োশিমি ২০১৯ সাসে মহিলা বিশ্বকাপ ও ২০২০ সালে টোকিও অলিম্পিকে ম্যাচ পরিচালনা করেছেন। খেলিয়েছেন জাপানের জে লিগ। এএফসি (পুরুষ) চ্যাম্পিয়ান্স লিগেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। অভিজ্ঞ রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা-ই এবার পুরুষদের বিশ্বকাপে মেসি, নেইমারদের শাসন করবেন।
-
১৯৮৪ সালে জন্ম কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচনার দায়িত্বে থাকা ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্টের। ইয়োশিমি ইয়ামাশিতার মতো স্টেফানি-ও ২০১৯ সালের মহিলা বিশ্বকাপে ম্যাচ খেলিয়েছেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও বাঁশি হাতে রেফারির দায়িত্বে ছিলেন স্টেফানি ফ্রাপার্ট। খেলিয়েছেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচও।
-
ইয়োশিমি এবং স্টেফানির মতই ২০২০ সালে টোকিও অলিম্পিকে রেফারির দায়িত্ব পালন করেছিলেন সালিমা মুকসানসাঙ্গার। রওয়ান্ডার সালিমা ২০১২ সাল থেকেই ফিফা রেফারির দায়িত্বে। খেলিয়েছেন ২০২২ সালের আফ্রিকান নেশন কাপেও।
-
পুরুষদের বিশ্বকাপের মত বড় আসরে ম্যাচ পরিচালনায় দায়িত্ব মেলায় বেজায় খুশি ইয়োশিমি ইয়ামাশিতা, স্টেফানি ফ্রাপার্ট এবং সালিমা মুকসানসাঙ্গার। প্রত্যেকেই সহমত যে, বাঁশি হাতে কাতারে ম্যাচ খেলানো তাঁদের কাছে বিরাট সম্মানের।
