-
জমজমাট কাতার। আর মাত্র কয়েকটা দিন। শুরু হবে বিশ্ব ফুটবলের আসর। চলবে নেইমার, মেসি, রোনাল্ডোদের দাপাদাপি। এবারই প্রথম বাঁশি হাতে সবুজ মাঠে খেলা পরিচালনা করতে দেখা যাবে তিন মহিলা রেফারিকে।
-
তিন মহিলা রেফারির মধ্যে সবচেয়ে বেশি চর্চায় জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ৩৬ বছর বয়সী ইয়োশিমি ২০১৯ সাসে মহিলা বিশ্বকাপ ও ২০২০ সালে টোকিও অলিম্পিকে ম্যাচ পরিচালনা করেছেন। খেলিয়েছেন জাপানের জে লিগ। এএফসি (পুরুষ) চ্যাম্পিয়ান্স লিগেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। অভিজ্ঞ রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা-ই এবার পুরুষদের বিশ্বকাপে মেসি, নেইমারদের শাসন করবেন।
-
১৯৮৪ সালে জন্ম কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচনার দায়িত্বে থাকা ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্টের। ইয়োশিমি ইয়ামাশিতার মতো স্টেফানি-ও ২০১৯ সালের মহিলা বিশ্বকাপে ম্যাচ খেলিয়েছেন। উয়েফা সুপার কাপের ফাইনালেও বাঁশি হাতে রেফারির দায়িত্বে ছিলেন স্টেফানি ফ্রাপার্ট। খেলিয়েছেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচও।
-
ইয়োশিমি এবং স্টেফানির মতই ২০২০ সালে টোকিও অলিম্পিকে রেফারির দায়িত্ব পালন করেছিলেন সালিমা মুকসানসাঙ্গার। রওয়ান্ডার সালিমা ২০১২ সাল থেকেই ফিফা রেফারির দায়িত্বে। খেলিয়েছেন ২০২২ সালের আফ্রিকান নেশন কাপেও।
-
পুরুষদের বিশ্বকাপের মত বড় আসরে ম্যাচ পরিচালনায় দায়িত্ব মেলায় বেজায় খুশি ইয়োশিমি ইয়ামাশিতা, স্টেফানি ফ্রাপার্ট এবং সালিমা মুকসানসাঙ্গার। প্রত্যেকেই সহমত যে, বাঁশি হাতে কাতারে ম্যাচ খেলানো তাঁদের কাছে বিরাট সম্মানের।
পুরুষদের ফুটবল যুদ্ধে এবার রাশ তিন মহিলার কাঁধে, জানুন তাঁদের পরিচয়
ইতিহাসে এই তিন মহিলা রেফারি।
Web Title: Know about 3 women referees yoshimi yamashita stefani frapart salima muksansangar at qatar world cup