/indian-express-bangla/media/media_files/2025/01/28/iJWBnDa0sOGxeI6azHWn.jpg)
Virat Kohli: বিরাট কোহলি। (ছবি- টুইটার)
/indian-express-bangla/media/media_files/2025/01/28/gPJhYq0o0wduZoRGFIC6.jpg)
রেলওয়ের বিরুদ্ধে খেলবেন
১৩ বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির লড়াইয়ে ফিরলেও দিল্লি দলের নেতৃত্ব দেবেন না কোহলি। তিনি খেলবেন ২৫ বছরের কম বয়সি এলএসজি তারকা অধীনে।
/indian-express-bangla/media/media_files/2025/01/28/f6cTOcOCVcwYA6WOIOty.jpg)
প্রস্তাব দেওয়া হয়েছিল কোহলিকে
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম রেলওয়ের ম্যাচে রঞ্জি ট্রফিতে খেলবেন। দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) টিম ইন্ডিয়ার তারকাকে অধিনায়কত্ব করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে কোহলি জানিয়েছেন যে, রাজ্য দলের নেতৃত্ব দেবেন না।
/indian-express-bangla/media/media_files/2025/01/28/Os1Ufe3MxOoS57mMkMRA.jpg)
পন্থকেও প্রস্তাব দেওয়া হয়েছিল
গত সপ্তাহে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলার সময় ঋষভ পন্থও ডিডিসিএকে একই কথা জানিয়েছিলেন। দুই তারকাই রাজি না হওয়ায় দিল্লির নিয়মিত অধিনায়ক আয়ুষ বাদোনিই শেষ লিগ পর্যায়ের ম্যাচে দিল্লির নেতৃত্ব দেবেন।
/indian-express-bangla/media/media_files/2025/01/28/S0dNGS1AhNIPgtVudDxg.jpg)
কোহলি শেষবার খেলেছিলেন
২০১২ সালের নভেম্বরে গাজিয়াবাদে তাঁর ২৪তম জন্মদিনে উত্তরপ্রদেশের (ইউপি) বিরুদ্ধে কোহলি শেষবার রঞ্জি ম্যাচ খেলেছিলেন। ৩৬ বছর বয়সি এই আন্তর্জাতিক ক্রিকেটার ২০১৩ সালের চ্যালেঞ্জার ট্রফির (এ তালিকাভুক্ত টুর্নামেন্ট) পর থেকে দিল্লির হয়ে আর কোনও ফরম্যাটে খেলেননি।
/indian-express-bangla/media/media_files/2025/01/23/okDRqsqfESroYrLuLSN5.jpg)
ঘরোয়া ক্রিকেটে কোহলির পরিসংখ্যান
চ্যালেঞ্জার ট্রফিতে কোহলিই দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন। কোহলি দিল্লির হয়ে ২৩টি রঞ্জি ম্যাচে ৫টি সেঞ্চুরি-সহ ৫০.৭৭ গড়ে ১,৫৭৪ রান করেছেন। বিসিসিআই নির্দেশ দেওয়ার পর তিনি দিল্লির হয়ে খেলতে রাজি হয়েছেন। ঘাড়ের চোটের জন্য এর আগের ম্যাচগুলো কোহলি খেলতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2024/12/26/LI91yciNYzUapyMxyfNa.jpg)
বহুবার বিতর্কে জড়িয়েছেন
ভারতীয় ক্রিকেটের মহাতারকা কোহলি বারবার বিতর্কে জড়িয়েছেন। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সেই বিতর্কে জড়িয়ে কোহলি সাজাও পেয়েছেন। তাঁকে আর্থিক জরিমানা পর্যন্ত করা হয়েছিল। আইপিএলেও কোহলির বিরুদ্ধে বারবার বিতর্কে জড়িয়ে পড়ার, বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।