-
হঠাৎই শোরগোল ফেলে দিয়েছেন ললিত মোদি। জানিয়ে দিয়েছেন তাঁর জীবনের দ্বিতীয় ইনিংসে তাঁর পার্টনার বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
দেশ থেকে পলাতক ললিত মোদি চমকে দেওয়া টুইটে জানিয়েছিলেন সুস্মিতা সেন তাঁর ‘বেটার হাফ’। সেই সঙ্গে একগুচ্ছ ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে সুস্মিতা সেনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
টুইটের বয়ানে অনেকেই ধরে নিয়েছিলেন ললিত মোদি-সুস্মিতা সেন হয়ত বিয়েই সেরে ফেলেছেন। পরে অবশ্য মোদি স্পষ্ট করে জানান, তাঁরা মোটেই বিবাহিত নন, তবে ডেটিং করছেন। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
ললিত মোদি ভারতীয় বোর্ডের একসময়ের দোর্দন্ডপ্রতাপ কর্তা। আইপিএলের চেয়ারম্যান ছিলেন। বিসিসিআইয়ের সহ সভাপতির পদও সামলেছেন। ২০১৩ বোর্ডে আর্থিক তহবিল নয়ছয় করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করার ঠিক আগেই দেশ ছাড়েন ললিত। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
প্ৰথম পক্ষের স্ত্রী মিনালের সঙ্গে ললিত মোদির যায় সন্তান রয়েছে- আলিয়া মোদি এবং রুচির মোদি। এখন চিনে নেওয়া যাক, কে এই আলিয়া মোদি- ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
প্রয়াত মিনাল এবং ললিত মোদির একমাত্র কন্যা আলিয়া। ১৯৯১-এর অক্টোবরের ১৭ তারিখ দিল্লিতে গাঁটছড়া বেঁধেছিলেন মিনাল-ললিত। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
বিয়ের পরে মুম্বইয়ে শিফট করেন দুজনে। ১৯৯৩-এ প্ৰথম সন্তানের জন্ম হয়। কন্যা আলিয়া মোদি। এক বছর পরেই আগমন হয় পুত্রসন্তান রুচির মোদির। মুম্বইয়েই দুই সন্তানকে বড় করে তুলেছেন ললিত-মিনাল। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
আলিয়ার মা মিনাল মোদি ২০১৮-য় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৬৪ বছর বয়সে। দীর্ঘ ১৭ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিনাল। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
আলিয়া ম্যসাচুয়েটসের বস্টনে ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন আর্ট হিস্ট্রি নিয়ে। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
এম.এ পাস করেন লন্ডনের ইঞ্চবিল্ড স্কুল অফ ডিজাইন থেকে। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
চলতি ২০২২-এই আলিয়া বিয়ে করেন বয়ফ্রেন্ড ব্রেট কার্লসেনকে। ইতালিতে ভেনিসে জাঁকজমকের বিয়েতে চার হাত এক হয়। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
বর্তমানে লন্ডনে আন্তর্জাতিক কনসালটেন্সি সংস্থা খুলেছেন আলিয়। এএমআরএম সংস্থার সিইও, প্রতিষ্ঠাতা এবং ডিজাইন উপদেষ্টা- সবকিছুই তিনি। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
ভারত ছেড়ে বহুদিনই তিনি বাবার সঙ্গে লন্ডনের বাসিন্দা। বাবা ললিত মোদির বিরুদ্ধে আর্থিক তছরুপির অভিযোগ উঠলেও আলিয়া বিলেতে বৈভব প্রাচুর্যে জীবন কাটাচ্ছেন। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
সোশ্যাল মিডিয়ায় তাঁর বৈভবের লাইফস্টাইলের ছবি মাঝে মধ্যেই ভাইরাল হয়। পেজ থ্রির আলোচনার অংশ হয়ে যায় আলিয়ার লাইফস্টাইল। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
-
সৎ মা সুস্মিতার সঙ্গে এখন বনিবনা কেমন হয়, সেটাই আপাতত দেখার। ( ছবি সৌজন্যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম )
